বিএনপির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় ফেরত পাবার দাবীতে কক্সবাজার জেলা ছাত্রদল ঘোষিত আন্দোলন কর্মসূচীর অংশ হিসাবে আজ মঙ্গলবার বিকালে কক্সবাজার শহরে অনুষ্ঠিত হয়েছে বিশাল ছাত্র গণজমায়েত ও গণমিছিল। গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন- সালাহউদ্দিনকে নিখোঁজ করে হাসিনার নেতৃত্বাধীন বর্তমান অবৈধ সরকার দেশকে দিন দিন অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তাদের ফ্যাসিবাদী চেহারা জনগণের কাছে উম্মোচিত হয়ে পড়ছে। তাই বিএনপির মেধাবী নেতাদের খুন-গুম করে তারা জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার চেষ্টা করছে। কিন্তু হাসিনার এই স্বপ্ন কখনও সফল হবে না। সালাহউদ্দিনকে ফেরত না পাওয়া পর্যন্ত বিএনপি-যুবদল-ছাত্রদলের কোন নেতাকর্মী ঘরে ফিরবে না।
গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেন- ‘যে দেশের মানুষ তার বাড়ি থেকে বের হয়ে আবার বাড়ি ফিরতে পারবে কিনা সে নিশ্চয়তা পাচ্ছে না, সে দেশে আইনের শাসন বলতে কিছু নেই। ’
তিনি বলেন- ‘এই অবৈধ সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই এসরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।’ তিনি সরকারকে নির্যাতনের পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘এখনো সময় আছে নির্যাতনের পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসুন। দেশকে অন্ধকার সুড়ঙ্গের দিকে ঠেলে দেবেন না।’ তিনি এর পরিণতি শুভ হবে না মন্তব্য আরো বলেন, ‘সালাউদ্দিন আহমদের মতো নেতার যেখানে জীবনের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ?’ সরকারের কাছে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চেয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিন। দেশে যে নীরব অপশাসন চলছে তা থেকে জনগণকে মুক্তি দিন।’
তিনি আওয়ামীলীগ রাজনীতিতে আগুন লাগাচ্ছে অভিযোগ করে বলেন- ‘সে আগুনে তারাই পুড়ে ছারখার হয়ে যাবে।’ তিনি এই বিএনপি নেতাকে অক্ষত অবস্থায় ‘ফিরিয়ে না দিলে’ সরকারকেই চলে যেতে হবে হবে বলে হুঁশিয়ার করেন।
আজ মঙ্গলবার বিকাল ৩টায় জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উক্ত ছাত্র গণজমায়েতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল। ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরউদ্দিন মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি ও পৌর বিএনপি সভাপতি রফিকুল হুদা চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দল সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক সুবেদার মেজর (অব:) আবদুল মাবুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদল সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ হাবিব, জেলা যুবদল সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র জিসানউদ্দিন জিসান, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাউছার আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নেজামউদ্দিন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সরওয়ার রোমন, জেলা কৃষক দল নেতা আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম, শহর যুবদলের সভাপতি মসউদুর রহমান মাসুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, সহ-সভাপতি আবদুর রউফ, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন রবিন, জাহেদুল ইসলাম রিটন, শহর ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম আহবায়ক শাহাদৎ হোসেন রিপন, ফাহিমুর রহমান ফাহিম, কানন বড়ূয়া, আনসারউল্লাহ, আলমগীর কবীর, আশরাফ ইমরান, আবদুল্লাহ আল মামুন রিয়াদ, কায়ছার ফারুক, আহমদ ছফা, আল আমিন, জাহেদুর রহমান, জিয়াউল হক বাবু, সিটি কলেজ ছাত্রদলের আহবায়ক সাইফুর রহমান নয়ন, যুগ্ম আহবায়ক শামসুল আলম, ইয়াসির আরাফাত খোকন, শাহজাহান, ইমরান হোসেন, জাহেদুর রহমান, নুরুদ্দিন মুন্না ও মোহাম্মদ সাহেদ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন টিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি ওসমান সরওয়ার রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ আলম, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, আইন কলেজ ছাত্রদল সভাপতি আলমগীর সোহেল, সিনিয়র সহ-সভাপতি সিরাজউদদৌলা, সাংগঠনিক সম্পাদক শেখ নেওয়াজউদ্দিন রানা, যুগ্ম সম্পাদক হেলালউদ্দিন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহবায়ক এইচএম রায়হানউদ্দিন, যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান রাজিব, নাছিরউদ্দিন, ইসতেহাদুল হক মাসুম, রেজাউল হক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিমউদ্দিন, যুগ্ম আহবায়ক বেলালউদ্দিন, তৈয়ব তাহের তানভীর, জুয়েল, ঈদগাঁও কলেজ সভাপতি নওশাদুল ইসলাম শয়ন, রামু উপজেলা ছাত্র দল সভাপতি জহির আলম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আহমদ ছৈয়দ ফরমান, সহ-সভাপতি মাসুদ, সাংগঠনিক সম্পাদক আনছারউল্লাহ, যুগ্ম সম্পাদক লুতু, জয়নাল ও হাসান, রামু কলেজ সাধারণ সম্পাদক মোমেনউদ্দিন, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক আরাফাত হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নাছিরউদ্দিন, সহ-সভাপতি খায়রুল আমিন, যুগ্ম সম্পাদক সেলিম সিরাজী, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, টেকনাফ উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক নুরুল হুদা, সহ-সভাপতি নাছিরউদ্দিন, মোহাম্মদ ফয়সাল, টেকনাফ পৌর ছাত্রদল আহবায়ক আবদুস সালাম, যুগ্ম আহবায়ক মামুন, মহেশখালী উপজেলা সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সিনিয়র সহ-সভাপতি রিয়াদ মোহাম্মদ আরাফাত হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ কাশেম, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইমরান খান, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সভাপতি সিকদার আতিকউল্লাহ ছিদ্দিকী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চকরিয়া পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন নিশান, চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার রিয়াদ, কুতুবদিয়া উপজেলা ছাত্রদল সভাপতি মোশাররফ হোসেন বাপ্পা ও সাধারণ সম্পাদক কাউছার হোসেন রিপন প্রমূখ। ছাত্র গণজমায়েত শেষে জেলা সভাপতি রাশেদুল হক রাসেল ও সাধারণ সম্পাদক মনিরউদ্দিন মনিরের নেতৃত্বে এক বিশাল গণমিছিল বের হয়ে পৌরসভা চত্বরে গেলে পুলিশী বাধার সম্মুখিন হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিলে কক্সবাজার শহর, সদর, সরকারী কলেজ, সিটি কলেজ, আইন কলেজ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রামু উপজেলা ও কলেজ, ঈদগাঁও উপজেলা ও কলেজ, মহেশখালী উপজেলা, টেকনাফ উপজেলা ও পৌরসভা, চকরিয়া উপজেলা, পৌরসভা ও কলেজ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা, পেকুয়া উপজেলা, উখিয়া উপজেলা ও কুতুবদিয়া উপজেলা শাখা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী খ- খন্ড মিছিল নিয়ে ছাত্র গণমিছিলে অংশ নেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।