২৯ নভেম্বর, ২০২৪ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

‘সালাহউদ্দিনকে ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

Cox JCD-Shahjahan Chy- 07.05.15

বিএনপির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় ফেরত পাবার দাবীতে ২য় পর্যায়ে মাসব্যাপী আন্দোলন কর্মসূচী প্রণয়নের লক্ষে কক্সবাজার জেলা ছাত্রদলের এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের সিনিয়র নেতাদের সাথে আয়োজিত উক্ত মতবিনিময় প্রধান অতিথি ও বিশেষ ছিলেন যথাক্রমে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি লুৎফুর রহমান কাজল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন- ‘বিএনপি নেতাকর্মীদের খুন-গুম করে আওয়ামীলীগ সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না।’
তিনি আরো বলেন- ‘স্বাধীনতার পর শেখ মুজিব সরকার বিরোধী দলীয় রাজনীতিবিদদের খুন-গুম ও ক্রসফায়ার দিয়ে যে হত্যার রাজনীতির সূচনা করেছিলেন তার কন্যা শেখ হাসিনাও তা অব্যাহত রেখেছেন। কিন্তু এভাবে তাদের শেষ রক্ষা হয়নি, ভবিষ্যতেও হবে না।’
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেন-‘আওয়ামীলীগ একটি খুনীর দল। তারা যতবার ক্ষমতায় আসে, ততবারই দেশকে মৃত্যুপুরীতে পরিণত করে।’
তিনি আওয়ামীলীগ সরকারের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে মন্তব্য করে বলেন- ‘অতীতে জনগণের উপর যারা জুলুম নির্যাতন চালিয়েছে, তাদের পরিণতি হয়েছে অত্যন্ত শোচনীয়।’ সালাহউদ্দিন আহমদকে গুম করার পরিণতিও আওয়ামীলীগের জন্য শুভ হবে না বলে মন্তব্য করেন তিনি।
জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরউদ্দিন মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সরওয়ার রোমন, সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন রবিন, জাহেদুল ইসলাম রিটন, শহর ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম আহবায়ক শাহাদৎ হোসেন রিপন, কানন বড়ূয়া, আলমগীর কবীর, আশরাফ ইমরান, কায়ছার ফারুক, আল আমিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন টিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি দিদারুল আলম, যুগ্ম সম্পাদক হাবিবউল্লাহ হাবিব, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামসুল আলম, ইয়াসির আরাফাত খোকন, ইমরান হোসেন, জাহেদুর রহমান, নাজমুল হুদা সাহেদ, নুরুল হাসান রিফাত, কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জয়নাল আবেদীন জয়, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, আইন কলেজ ছাত্রদল সভাপতি আলমগীর সোহেল, সাধারণ সম্পাদক করিম তাজ, সাংগঠনিক সম্পাদক শেখ নেওয়াজউদ্দিন রানা, যুগ্ম সম্পাদক হেলালউদ্দিন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহবায়ক এইচএম রায়হানউদ্দিন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিমউদ্দিন, যুগ্ম আহবায়ক বেলালউদ্দিন, রামু উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আহমদ ছৈয়দ ফরমান, সাংগঠনিক সম্পাদক আনছারউল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান, যুগ্ম সম্পাদক লুতু ও জয়নাল, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক আরাফাত হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নাছিরউদ্দিন, সহ-সভাপতি খায়রুল আমিন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, টেকনাফ উপজেলা ছাত্রদল সভাপতি গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হুদা, সহ-সভাপতি মোহাম্মদ ফয়সাল, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, টেকনাফ পৌর ছাত্রদল আহবায়ক আবদুস সালাম, যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন, মহেশখালী উপজেলা ছাত্রদল সভাপতি আজিজুল করিম জয়, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইমরান খান, চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল ওয়াদুদ, সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার রিয়াদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন তুহীন, চকরিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি একরামুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চকরিয়া পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ আলী, সাবেক যুগ্ম আহবায়ক মঈনুল আমিন ইমু, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান রুবেল, কুতুবদিয়া উপজেলা ছাত্রদল সভাপতি মোশাররফ হোসেন বাপ্পা, সাধারণ সম্পাদক কাউছার হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মানিক, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, যুগ্ম আহবায়ক আহসানউল্লাহ, চকরিয়া কলেজ সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক মিনহাজউদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি রায়হানুল হক রিপন প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।