ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপির মুখপাত্র সালাহউদ্দিন আহমদের উন্নত চিকিৎসা, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশে এনে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে কক্সবাজার জেলা ছাত্রদল তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। রোববারও কুতুবদিয়া উপজেলা ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করেছে।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মনির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল হক রাসেল বলেন, ‘আমাদের প্রিয় নেতা সালাহউদ্দিন আহমদকে দেশের বুকে ফিরে আসার অপেক্ষায় আছি। সরকারের রোষানলে পড়ে দীর্ঘ প্রায় দুইমাস গুম করে রেখে ভারতের শিলংয়ে ফেলে দেয়ার পর এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। পুরো কক্সবাজারবাসি তাদের প্রিয় নেতাকে মুক্ত অবস্থায় ফিরে পেতে চাইছেন। অথচ সরকারের একের পর এক মিথ্যা মামলা ও ভারতের বুকে মামলাজট নেতাকে মুক্ত হতে দিচ্ছে না।’
তিনি মনে করেন, ‘শুধুমাত্র সরকার বিরোধী আন্দোলন করেছেন বলেই সালাহউদ্দিন আহমদের ঘাড়ে তুলে দেয়া হয়েছে একের পর এক মিথ্যা মামলা।’
রাসেল বলেন, ‘সালাহউদ্দিন শুধু বিএনপির যুগ্ম মহাসচিবই নন, তিনি কক্সবাজারের ২২ লাখ মানুষের প্রতিনিধি। তাঁর সুচিকিৎসার প্রত্যাশা করছেন পুরো কক্সবাজারবাসি। এখন সরকারেরই উচিৎ সালাহউদ্দিন আহমদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়া। সকল মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে দেশে ফিরিয়ে আনা সরকারের কর্তব্য।’
সমাবেশে প্রধান বক্তা সাধারণ সম্পাদক মনির উদ্দিন বলেন, ‘সালাহউদ্দিন আহমদ শুধু বিএনপির নেতা নন, তিনি কক্সবাজারবাসির নেতা। কক্সবাজারকে উচ্চ মহলে কেউ যদি সত্যিকার ভাবে উপস্থাপন করার ক্ষমতা রাখেন তিনি একমাত্র সালাহউদ্দিন আহমদ। আর সেই সালাহউদ্দিন আহমদের উন্নত চিকিৎসার মাধ্যমে আমরা তাঁকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই।’
ছাত্রদল কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন বাপ্পার সভাপতিত্বে বড়ঘোপ স্টেশনে একটি কমিউনিটি সেন্টারে এই সমাবেশ অনুষ্টিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমদ, সাধারণ সম্পাদক এম মোবারক হোসেন ও সাংগঠনিক সম্পাদক এম এ সালাম কুতুবী।
ছাত্রদলের সাধারণ সম্পাদক এম কাউসার হোসেন রিপনের পরিচালনায় সমাবেশে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন কক্সবাজার শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফ ইমরান, ছাত্রদল নেতা হারুনুর রশিদ, সাইদু সিকদার, রিজভী খান, নজরুল ইসলাম, আবদুল্লাহ আল নোমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এই সমাবেশে যোগ দেন।
সমাবেশে সালাহউদ্দিন আহমদের উন্নত চিকিৎসার ব্যবস্থা ও সকল মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।