হাফিজুল ইসলাম চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সাপমারাঝিরি সীমান্তের শূণ্যরেখার ওপারে- মিয়ানমার বাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিষ্ফোরণে আবারো রোহিঙ্গা যুবক প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ওই বিষ্ফোরণের ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবকের নাম নুরুচ্ছাপা (২৩)। আর তাঁর বাবা হলেন মৃত কাছিম উদ্দিন। নিহত যুবক মিয়ানমারের থাইদেবা এলাকা থেকে গত একমাস পূর্বে প্রাণ ভয়ে পালিয়ে এসে- বাংলাদেশের সাপমারাঝিরি অস্থায়ী রোহিঙ্গা আশ্রয় শিবিরে আশ্রয় নেন।
স্থানীয় সূত্র জানায়, ওই যুবক রেখে আসা সহায় সম্ভল আনার জন্য মিয়ানমারে যাচ্ছিল। শূণ্যরেখা পার হয়ে মিয়ানমারে প্রবেশ করার সাথে সাথে স্থলমাইন বিষ্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল ও সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য-গত একমাসে নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিষ্ফোরণে ১১জন নিহত ও ১৩জন আহত হয়েছে। হতাহতের মধ্যে দুজন বাংলাদেশি, বাকিরা রোহিঙ্গা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।