রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ২০১৯সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টান ২৬ জানুয়ারী সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সম্পন্ন করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির বার বার নির্বাচিত সফল সভাপতি, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ,সমাজসেবক ও শিক্ষানুরাগী আবদুল হান্নান মুহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)পদ্মাসন সিংহ। স্বাগত বক্তব্যে রাখেন সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ আলী জিন্নাহ।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মুহাম্মদ মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আলহাজ্ব আবু বক্কর,এম এইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুস সবুর, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার অনুপ কুমার দাশ,বিদ্যালয়ের দাতা সদস্য ও ব্যবসায়ী মুহাম্মদ সাঈদুল ইসলাম সাঈদ, প্রবীণ আওয়ামীলীগ নেতা মুন্সী মোজাহেরুল তক, বাদল দাশ, পল্লী চিকিৎসক সমীর ভট্টাচার্য, সুখছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার সেক্রেটারি, লোহাগাড়া জেনারেল হাসপাতালের উদ্যোক্তা পরিচালক রিটন দাশ, সুখছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস দিলরুবা খানম, সমাজসেবক সাধন দাশ, সমীরণ দাশ, মুহাম্মদ আজিজ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কার্তিক দাশ, যুবলীগ নেতা আরিফুল ইসলাম।
অনুষ্টানে বক্তারা বলেন সুস্হ, সুন্দর ও আলোকিত জীবন গড়তে শিক্ষার বিকল্প নাই।নৈতিক শিক্ষা অর্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আগামীতে দেশ ও জাতি গঠনে অবদান রাখবে।
অনুষ্টানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরাবৃন্দরা উপস্হিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।