নিজস্ব প্রতিবেদক : বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্নিমার শুভেচ্ছা বিনিময়কালে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, রোহিঙ্গা ইস্যুকে কাজে লাগিয়ে কেউ যেন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আবেগ ক্ষোভে আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। নিজেদেরকে সংখ্যালুগো ভাববেন না। এমন ভাবনার কোন প্রয়োজন নেই। তিনি আরো বলেন, আমি সুখে দুখে আপনাদের পাশে ছিলাম এবং থাকবো। যেকোন প্রয়োজনে আমাকে স্মরণ করবেন এবং আপনাদের পাশে ছুটে আসবো। বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা উপলক্ষে ৫ অক্টোবর সন্ধ্যায় কেন্দ্রীয় বৌদ্ধ মন্দিরে নেতৃবৃন্দেরে সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এথিন রাখাইন, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবি ছিদ্দিক খোকন, মালাউ রাখাইনসহ নেতৃবৃন্দ। প্রসঙ্গত, মিয়ানমারের চলমান সহিংসতার সাথে মানবিক সহমর্মিতা সরূপ ধর্মীয় রীতিনীতি ছাড়া এবার প্রবারণা পূর্ণিমার সব উৎসব বর্জন করেছে কক্সবাজারের বৌদ্ধ সম্প্রদায়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।