সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে শিকারীদের কবল থেকে ৫১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে আংটিহারা কোস্টগার্ড। মঙ্গলবার রাত পৌনে ৪ টার দিকে সুন্দরবনের সেড়া নদী সংলগ্ন কালীর খাল এলাকা থেকে হরিণের মাংসগুলো উদ্ধার করে। তবে, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারীরা সুন্দরবনে পালিয়ে যাওয়ায় তাদরে আটক করতে পারিেন কোস্টগার্ড সদস্যরা।
আংটিহারা কোস্টগার্ডের পেটি অফিসার হামিদুর রহমান জানান, শিকারীর দল সুন্দরবনে হরিণ শিকার করে পালানোর খবর জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫১ কেজি হরিণের মাংস, ২টি নৌকা, ২টি দা ও একটি চাকুসহ ১২টি পটকা বাজি উদ্ধার করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।