এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতা বাজারস্থ উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের সার্বিক প্রচেষ্ঠায় প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দ্বিতীয় বিশিষ্ঠ একাডেমিক ভবনটি নির্মাণ করেছেন। এদিন ফলক উম্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভবনটি উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের স্থানীয় সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান।
উদ্বোধনী উপলক্ষে এদিন সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট দিলীপ কুমার আর্চায্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পাটির সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন আহমদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -৩ ও জাতীয় পাটির জেলা কমিটির যুগ্ম সম্পাদক আসমাউল হুসনা, জেলা পরিষদের নারী সদস্য রেহেনা খানম রাহু, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, শিক্ষানুরাগী আলহাজ ডা.আবদুল হালিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বেলাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহমুদুল হাসান, বরইতলী ইউনিয়ন পরিষদের সদস্য নাছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক শংকর আর্চায্য। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক মন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ বলেছেন, বর্তমান সরকার একটি শিক্ষাবান্ধব সরকার। সব ধরণের উন্নয়ন কাজের পাশাপাশি সরকার শিক্ষাখাতকে এগিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। তার প্রমাণ বর্তমানে শিক্ষাখাতে আমুল পরিবর্তন হচ্ছে। তিনি বলেন, কোন জাতিকে এগিয়ে যেতে হলে সর্বপ্রথম দরকার শিক্ষার। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে আরোহন করতে পারেনি। হাজার বছর আগে মনীষিরা এইকথা বলে গেছেন। তা আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তাই সময় ও সুযোগ থাকতে সুন্দর আগামী বির্নিমান করতে হবে। এইজন্য বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে লেখাপড়ার মাধ্যমে সেভাবে এগিয়ে যেতে হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।