১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

সুবিধাবঞ্চিতদের জন্য ‘প্রজেক্ট হোপ ১.০’ উদ্বোধন করলো জেসিআই বরিশাল

নিজস্ব প্রতিবেদক:

স্থানীয় সম্প্রদায়ের মধ্যে শিক্ষা এবং দারিদ্র্যের আন্তঃসম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে জেসিআই বরিশাল ‘প্রজেক্ট হোপ ১.০’ চালু করার উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) বরিশাল শহরের একটি রেস্তোরাঁয় এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এই উদ্যোগের আওতায় সুবিধাবঞ্চিতদের সামগ্রিক উন্নয়নের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক মন্ডিপ ঘরাই।

তিনি জেসিআই বরিশাল কর্তৃক গৃহীত মহৎ উদ্যোগের জন্য তার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি বলেন, ‘প্রজেক্ট হোপ ১.০’ ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করতে এবং সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। আমি জেসিআই বরিশালকে তাদের সামাজিক কল্যাণে অটল অঙ্গীকারের জন্য প্রশংসা করি এবং সবাইকে এই মহৎ কাজে তাদের সমর্থন জানানোর আহ্বান জানাই।’

বিশেষ অতিথি বরিশাল জেলার  বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি বিশু ঘোষ প্রকল্পের প্রতি উৎসাহ ও সংহতির এক অনুভূতি প্রকাশ করেন।

জেসিআই বরিশাল স্থানীয় সভাপতি জামিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন এবং সমাজসেবক দেলোয়ার হোসেন। তারা ‘প্রজেক্ট হোপ ১.০’ এর সহযোগিতামূলক মনোভাবের উপর জোর দেন।

সংশ্লিষ্টরা জানান, ‘প্রজেক্ট হোপ ১.০’ এর আওতায়, বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাতজন মেধাবী ও অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত উপবৃত্তি প্রদান করা হবে। এছাড়াও পাঁচটি সুবিধাবঞ্চিত পরিবার তাদের আর্থিক উন্নতি এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে টেকসই আয়ের উৎস থেকে উপকৃত হবে।

উল্লেখ্য, ‘প্রজেক্ট হোপ ১.০’ জেসিআই বরিশাল দ্বারা পরিচালিত একটি সামগ্রিক উদ্যোগ যা যোগ্য তরুণ ছাত্রছাত্রী এবং প্রান্তিক পরিবারগুলিকে সহায়তা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। আর্থিক সহায়তা এবং টেকসই সহায়তার মাধ্যমে প্রকল্পটি সুবিধা বঞ্চিতদের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।