২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুস্থ প্রচারে ভাষা শহীদদের তুলে ধরার দাবি

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশে ও দেশের বাইরের সকল শহীদ মিনারে দলীয় ও ব্যক্তিগত প্রচার না করে ভাষা শহীদদের ছবি ও গৌরবময় ইতিহাস তুলে ধরার দাবি জানান বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, প্রতিবারের মতন এবারও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠনের নামে ব্যানার-ফেস্টুনে তাঁদের দলীয় নেতাকর্মীদের ছবি যুক্ত করে শ্রদ্ধা জানাতে এসেছে। অনেকে আবার ভাষা শহীদদের সংখ্যা ৩০ লাখ আর লক্ষ লক্ষ নারীও শহীদ হয়েছে ব্যানারে উল্লেখ করেছে যা শুধু অজ্ঞতাই নয়, রীতিমত বিকৃত করা হয়েছে।

তিঁনি আরও বলেন, বাংলা ভাষাকে মাতৃভাষা করার প্রথম দাবিদার শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের শহর কুমিল্লায় বোয়াফ জেলা শাখার নেতৃবৃন্দের সাথে প্রথম প্রহরে কুমিল্লার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময়ও একই দৃশ্য চোখে পড়ে যা নতুন প্রজন্মের সামনে বিকৃত আকারে উপস্থাপন হচ্ছে।

কবীর চৌধুরী তন্ময় বলেন- দলীয় ও ব্যক্তিগত প্রচার, বিকৃত শব্দমালায় সাজানো ব্যানার-ফেস্টুন না দিয়ে শুধু শহীদদের ছবি-নাম অর্থাৎ সুস্থ ও সুন্দর প্রচারের মাধ্যমে ভাষা শহীদ ও মাতৃভাষা বাংলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বাংলা ভাষার গুরুত্ব ও মর্যাদা দেশের তৃণমূল পর্যায়সহ বিশ্বের মানুষের কাছে পৌছে দিতে আমাদের আন্তরিকতার সাথে সচেতনও হওয়া অতি জরুরী।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা অন্যান্য নেতৃবৃন্দের সাথে ছিলেন বোয়াফ সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত করিম, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিব প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।