
সেন্টমার্টিনে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি রিসোর্টের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে গত দুই দিন এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সেন্টমার্টিন এলাকার কেয়া গাছসংলগ্ন রিসোর্টের মালিকদের জীববৈচিত্র্য রক্ষার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। কেয়াবনের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে তাদের সতর্ক করা হয়।
এ ছাড়া কচ্ছপের প্রজনন এলাকা নিরাপদ রাখার জন্য উপকূলে রাতের বেলায় সব ধরনের বাতি বন্ধ রাখতে বলেছে পরিবেশ অধিদপ্তর।
অভিযানে সহযোগিতা করে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় ছিল ট্যুরিস্ট পুলিশ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।