সেন্টমার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগরে ৬ মাঝি-মাল্লাসহ একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ১১ মার্চ বুধবার ভোর ৪টার দিকে টেকনাফের শাহপরীরর দ্বীপ থেকে অন্তত ৮ কি.মি দূরে ট্রলার ডুবির ঘটনাটি ঘটেছে। ডুবে যাওয়া ফিশিং ট্রলারসহ ৬ মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করে কুলে নিয়ে আসে কোস্টগার্ড।
এফবি সাদেক নামের একটি ট্রলারের মালিক মোঃ ইউনুছ স্থানীয় সাংবাকিদের জানান, শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার মোঃ আলমের মালিকানাধীন একটি ফিশিং ট্রলারে সাগরে মাছ শিকারে বের হয় ইসহাক মাঝিসহ ৬ জেলে। ট্রলারটি সেন্টমার্টিনের কাছাকাছি পৌঁছলে ডুবো চরের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এসময় ট্রলারের জেলেরা সাগরে হাবুডুবু খেতে দেখতে পেয়ে কোস্টগার্ডকে খবর দেয় এফবি সাদেক এর জেলেরা। খবর পেয়ে কোস্টগার্ড এর একটি টীম ঘটনাস্থল থেকে ফিশিং ৬ জেলেসহ ট্রলারটিও উদ্ধার করা হয়।
টেকনাফস্থ কোস্টগার্ড ইনচার্জ লে. কমান্ডার শহীদ জানান, ঘটনাটি টেকনাফের শাহপরীরর দ্বীপ থেকে অন্তত ৮ কি.মি দূরে ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল থেকে ট্রলারসহ ৬ জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড কর্মীরা। উদ্ধার হওয়া জেলেরা সুস্থ্য রয়েছেন।
ফাইল ছবি
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।