১১ এপ্রিল, ২০২৫ | ২৮ চৈত্র, ১৪৩১ | ১২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত

সোনাদিয়া ও ইনানীর চরে ভেসে এল দু’মরদেহ


কক্সবাজারের মহেশখালীর বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়া ও পাথুরে সৈকত ইনানীর চরে ভেসে এসেছে দু’ব্যক্তির মরদেহ। মঙ্গলবার সকালে ও দুপুরে পৃথক সময়ে এসব মরদেহ ভেসে আসে। মরদেহ দুটির আনুমানিক বয়স ২৫ থেকে ৩৫ বছর হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।
মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকার মেম্বার কাজল আকতার জানান, সকালের জোয়ারের পানির সাথে একটি লাশ ভেসে এসে চরে ভীড়ে। তা দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে খবর দেয়। পরে লাশটি কূলে তোলে রেখে পুলিশকে খবর দেয়া হয়েছে। তিনি জানান, লাশের শরীরে একটি সাদা হাত লম্বা শার্ট রয়েছে। চুলগুলো লাল। বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। ধারণা করা হচ্ছে সোমবার সকালে ট্রলার ডুবির ঘটনায় কক্সবাজার সৈকত উপকূলের নিখোঁজ দু’জেলে মধ্যে একজনের লাশ হতে পারে এটি ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, লাশ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে।
অপরদিকে, উখিয়ার ইনানীর বীচ পয়েন্ট এলাকায় বেলা ১১টার দিকে একটি অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে চরে আটকে যায়। ক্ষত-বিক্ষত লাশের পরণে কোন কাপড় ছিল না। কোমরে একটি গুন্সি ও বাম হাতে একটি তাবিজ বাঁধা রয়েছে। যুবক লাশটির বয়স আনুমানিক ২৫-৩০ বছর হতে পারে। স্থানীয় পর্যটন ব্যবসায়ী সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, বৃষ্টি থামার পর প্রথম বাড়ি থেকে বের হয়ে বীচের দিকে গেলেই ভাসমান মরদেহটি তার নজরে আসে। উপুড় হয়ে থাকা মরদেহটি কূলে টেনে তোলার ব্যবস্থা করে থানায় ফোন দেন তিনি। এটিও সাগরে নিখোঁজ কোন জেলের লাশ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ টিমকে বীচ এলাকায় পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হসপিটাল মর্গে পাঠানো হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।