২ এপ্রিল, ২০২৫ | ১৯ চৈত্র, ১৪৩১ | ৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

সোনালী দিন গড়ার যাত্রায় চতুর্থ বর্ষে পদার্পন

fsfsf
একাত্তরের ৭ মার্চ। এর এই দিনে একটি কন্ঠস্বরের শিহরনী বক্তব্যে পুরো বাঙ্গালী জাতি এক হয়ে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, নিজস্ব পতাকা, মানচিত্রের জন্য। সেদিন জাতির পিতার আহবান ছিলো একটি বাংলাদেশের। আর বাংলাদেশ অর্জন করে সোনালী দিনের প্রত্যাশা করেন তিনি। বঙ্গবন্ধুর স্বর্ণালী বাংলাদেশ আর স্বপ্ন বাস্তবায়নের পথের দিশা হতে ২০১২ সনের ৭ মার্চ কক্সবাজার থেকে যাত্রা শুরু শুরু করে দৈনিক আজকের কক্সবাজার। সেই শ্লোগানই ‘সোনালী দিন গড়ার প্রত্যয়ে  প্রথম প্রকাশনা শুরু নবীণ প্রবীণের সমন্বয়ে একঝাঁক সংবাদ কর্মী দিয়ে। প্রতিবন্ধকতা থাকবে জানতো দৈনিক আজকের কক্সবাজার। কোন বাঁধা, কোন সীমাবদ্ধতা বন্ধুর পথ হতে পারেনি দৈনিক আজকের কক্সবাজারের বস্তুনিষ্ট ও সাহসী সাংবাদিকতার কাছে। মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে এই পত্রিকা তিন বছর সময় অতিক্রম করেছে। শনিবার বর্ণিল বর্ণ্যাঢ্যতায় আজকের কক্সবাজার তৃতীয় বর্ষ উৎসব পালন করেছে। সন্ধ্যা ৭টা ৭মিানট আর সাত সেকেন্ডে কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন কেক কেটে ব্যাতিক্রমধর্মী তৃতীয় বর্ষ ও চতুর্থ বছরে পদার্পণ উৎসবের সূচনা করেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আলী হোসেন বলেন, দৈনিক আজকের কক্সবাজার জাতীয় স্বার্থ রক্ষায় সুদৃড় থাকবে। অসংগতির কথা যেমন বস্তনিষ্টতায় উঠে আসবে পাশাপাশি সফলতার কথাও  তুলে আনতে হবে অনুপ্রেরণার জন্য। তবে সংবাদের আদর্শ হতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় বেষ্টিত। দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে ও মফস্বল সম্পাদক আহসান সুমন এর উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খাঁন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশ, ইলেক্ট্রনিক মিডিয়া এসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলাম। উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তাফা চৌধুরী, সহকারী পুলিশ সুপার চাউলাউ মারমা, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি এড. হাবিবুর রহমান, কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার তোফায়েল আহমদ, দৈনিক বাঁকখালীর নির্বাহী সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, আজকের কক্সবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক এড. আয়াছুর রহমান, প্রথম আলোর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রানা, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, দৈনিক ইনানীর সম্পাদক ইফতেখার উদ্দিন চেীধুরী, দৈনিক ইত্তেফাকের কক্সবাজার প্রতিনিধি আহমদ গিয়াস, সদর মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মতিউল ইসলাম, ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী ও জেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল হক সোহেল প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।