দক্ষিণ চট্টলার শ্রেষ্ঠ সমাজসেবক সাবেক রাষ্ট্রদূত, সাংসদ, অধ্যক্ষ অালহাজ্ব মরহুম ওসমান সরওয়ার অালম চৌধুরীর সহধর্মীনি ও
রামু উপজেলা অাওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলের মাতা বেগম রওশন সরওয়ার চৌধুরী এর রোগ মুক্তি কামনা করে খতমে কোরঅান, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রামু উপজেলা অাওয়ামীলীগের কার্ষালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ
মাহফিলে সভাপতিত্ব করেন, রামু উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল অালম মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা গোলাম কবির মেম্বার, উপজেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি নুর হোছাইন , নুরুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, ইউনুচ রানা চৌধুরী,
দপ্তর সম্পাদক হাকিম অালী, যুব ও ক্রীড়া সম্পাদক ফরিদুল অালম মেম্বার, সদস্য নুরু মিস্ত্রি, রাজারকুল ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরওয়ার কামাল সোহেল, ফতেখাঁরকুল ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি মো.ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক অাবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক
অাক্তার কামাল, অালেম ওলামাসহ শতাদিক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।
উল্লেখ্য: রামু উপজেলা অাওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজলের মাতা বেগম রওশন সরওয়ার চৌধুরী গত ১লা মার্চ হতে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল ( সিএমএইচ) হাসপাতালে অাইসিওতে চিকিতসাধীন রয়েছেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা জমির উদ্দিন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।