মধ্যপ্রাচ্যে বুধবার (২২ এপ্রিল) পবিত্র মাহে রমজানে চাঁদ দেখা যায়নি। সে হিসেবে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। অথাৎ শুক্রবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে।
আরব নিউজের খবরে সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও শুক্রবার থেকে রোজা শুরু হবে। শুক্রবার সৌদি আরবে রোজা শুরু হওয়ায় শনিবার বাংলাদেশে রোজা শুরু হবে এটা প্রায় নিশ্চিত।
যদিও শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।