বিশেষ প্রতিনিধি:
সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) -এর উদ্যোগে ‘শিশু নির্যাতন বন্ধের জন্য সচেতনতা’ বৃদ্ধির লক্ষ্যে রোহিঙ্গা শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উখিয়া ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে স্কাসের দু’টি এমপিসিতে আলাদা আলাদা এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতা শেষে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ের হল রুমে ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ এস এম ইশতিয়াক শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীতায় অংশ নেয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ক্যাম্পের ডেপুটি ম্যানেজার অর্ণব চৌধুরী, এডুকোর প্রতিনিধি খাদিজা আক্তার, স্কাসের ফোকাল পার্সন তৌহিদুল মোস্তফা, সিপি ম্যানেজার আনোয়ার জাহেদ, ক্যাম্প সিপি ফোকাল রফিক উদ্দিন, ক্যাম্প ইনচার্জের কার্যালয়ের প্রতিনিধি ফাহিম চৌধুরীসহ ক্যাম্পে কর্মরত শিশু সুরক্ষা প্রকল্পের বিভিন্ন সংস্থা ও স্কাসের প্রতিনিধিগণ।
দাতা সংস্থা এডুকোর সহায়তায় এই চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, স্কাস শিশু সুরক্ষায় বিভিন্ন ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে দাতা সংস্থার সহায়তায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।