কক্সবাজার সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স পড়ুয়া ছাত্র ইরফান উদ্দীনের হাত ধরেই গঠিত হয়েছে সেচ্ছায় সেবামূলক সংগঠন “স্টুডেন্ট ভলেন্টিয়ার টিম বাংলাদেশ” এর।
ইংরেজি নামঃ
“Student Volunteer Team Bangladesh”
(SVTB)
ধরণঃ
মহাবিদ্যালয় ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
এটি একটি আদর্শ অরাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন।
সংক্ষিপ্ত নামঃ
সংক্ষেপে ভি টিম(V Team) নামে
পরিচিত হবে।
প্রতিষ্ঠাঃ
এই টিমের যাত্রা শুরু হয়
বর্তমান সরকারের সর্বোচ্চ শিক্ষিত ও বর্তমান শিক্ষামন্ত্রী ড. দীপু মনি”র ঘোষণা কৃত বার্তা এদেশের প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি বৃহস্পতিবার সকল শিক্ষক শিক্ষার্থী মিলে পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করার আহবান ছিল। আর এই সূত্র ধরে কক্সবাজার সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন অনার্স পড়ুয়া শিক্ষার্থী মোঃ ইরফান উদ্দিনের আহবানে অত্র কলেজের সম্মতি ক্রমে একটা টিম হয়ে এই কাজ শুরু করে। এবং অই টিম কে এই কাজ করতে লজ্জিত না হওয়ার জন্য নানান সাংস্কৃতিক আয়োজন ও উৎসাহ প্রদান মূলক সভা করা হয়। একে একে এটি আরো বেশি এগিয়ে যাওয়া শুরু করলো। এটি এখন শুধুমাত্র পরিস্কার পরিচ্ছন্নতার কাজ ও সিটি কলেজে সীমাবন্ধ রইলো না।
এখন কক্সবাজার সরকারি কলেজ,কক্সবাজার সিটি কলেজ,কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,উখিয়া কলেজ,টেকনাফ কলেজ,রামু কলেজ সহ অনেক মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মিলে এই টিম পরিচালনা করছেন। অনেক অনেক সৃজনশীল / সম্ভাবনাময় কার্যক্রম হাতে নিয়েছেন।
সাম্প্রতিক করোনা ভাইরাসের তান্ডব থেকে রক্ষার ব্যাপারেও কাজ করে যাচ্ছে।
এই তান্ডবের পর- তাদের কাজ খুববেশি গতিশীল হবে বলে জানিয়েছেন- এই টিমের প্রধান পরিচালকবৃন্দরা।
লক্ষঃ
*প্রতি শুক্রবার বা অন্যান্য দিনে-
এই টিমের সদস্যরা সবাই মিলে বিনোদন,সাংস্কৃতিক আয়োজনের সাথে জ্ঞান,দক্ষতা উন্নয়ন বিষয়ক নানান সভা-ও অনুষ্ঠান করবে।
*সবার মতামতের সমান স্বাধীনতা থাকবে।
তাই যার যার মনের মতো আয়োজন করা সম্ভব।
*বিবিধ চর্চা ও সেচ্ছাসেবার মধ্য দিয়ে দেশ এবং মানুষের সার্বিক কল্যাণে কাজ করা
*নানান সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করা
*সৃজনশীল সংস্কৃতির যথাযথ চর্চার মধ্য দিয়ে সদস্যদের মন,রুচি ও ব্যক্তিত্বের সুষ্টু বিকাশ নিশ্চিতে করা।
*বিবিধ কর্মকান্ডের মাধ্যমে ইতিবাচক অনুপ্রেরণা সঞ্চার,আনন্দময় বন্ধন রচনা এবং ভবিষ্যৎমুখী উদ্যোগে উৎসাহী করে তোলা।
*ধর্ম,বর্ণ,সম্প্রদায় ও জাতিসত্তা-নির্বিশেষে সবার মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধের উন্মেষ ঘটানো।
*সমভাবাপন্ন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা।
দ্বায়িত্ব ও কর্তব্যঃ
*স্বাধীনতা দিবস,বিজয় দিবস,আন্তজাতিক মাতৃভাষা দিবস আবশ্যিকভাবে পালন করা
*ভিটিমের আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করা।
*ইত্যাদি সামাজিক ও সেবামূলক কর্মকান্ড পরিচালনা করা।
*নিয়মিত দেয়ালপত্রিকা,ছোটকাগজ,স্মারকগ্রন্থ ও অন্যান্য প্রকাশনার উদ্যোগ নেওয়া।
*আবৃত্তি,সংগীত,নাটক,নৃত্য,ছবি আকা,চলচ্চিত্র প্রদর্শন ইত্যাদি সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা এবং প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা।
*বিতর্ক,বইপড়া কর্মসূচি,লেখা পাঠ,সাধারণ জ্ঞান,সেমিনার আয়োজন,ইংরেজি শেখা,প্রযুক্তি শিক্ষা,কম্পিউটার প্রশিক্ষাণ ইত্যাদি শিক্ষামূলক কর্মকান্ড পরিচালনা করা।
*ভিটিমের বিভিন্ন কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে কাজ করা।
এই টিমের সদস্য হতে হলেঃ
*ভদ্র,নম্র,আদর্শ,সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে।
*কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।
*অসাম্প্রদায়িকতায় সংকল্পবদ্ধ,দেশপ্রেমে নিবেদিত প্রাণ হতে হবে।
*সংগঠনের উন্নয়নে
প্রতিনিয়ত সচেতন হতে হবে।
সাংগঠনিক বছরঃ
খ্রিষ্টীয় বর্ষপঞ্জির ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বের পর্যন্ত সময়কে সংগঠনের সাংগঠনিক বছর বলে বিবেচনা করা হবে।
এই সংগঠন দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সেচ্ছায় সেবা করতে প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ইরফন উদ্দিন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।