২৯ নভেম্বর, ২০২৪ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

স্বাধীনতাবিরোধীদের নামে সড়কের নামকরণ প্রত্যাহারের দাবি

download
কক্সবাজার পৌরসভা কর্তৃক চিহ্নিত রাজাকার ও শহীদ সুভাষ-ফরহাদ এর হত্যাকারী মাহমুদুল হক ওসমানী প্রকাশ মাহমুদ চেয়ারম্যানের নামে সড়ক নামকরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার স্দ্ধিান্ত থেকে সরে আসা ও স্বাধীনতা বিরোধীদের নামে যে সকল সড়ক ইতোমধ্যে নামকরণ করা হয়েছে তা দ্রুত প্র্রত্যাহারের দাবি এবং ওই সকল সড়কের নাম শহীদ মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের দাবি জানিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ ও জেলা ছাত্র ইউনিয়ন। শনিবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমদ জয়, সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ এবং জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব ও সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী স্বাক্ষরিত সংবাদপত্রে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চিহ্নিত রাজাকারদের নামে সড়কের নাম ফলক করার সিদ্ধান্ত রাজাকারদের পুরষ্কৃত করার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি ধৃষ্টতা। যা নতুন প্রজন্ম মেনে নিবে না। নেতৃবৃন্দ হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, পৌর কর্তৃপক্ষ এ ধরনের ধৃষ্টতাপূর্ণ সিদ্ধান্ত থেকে সরে না আসলে ছাত্র জনতাকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে শনিবার বিকাল ৪টায় কক্সবাজার কেন্দ্রিয় শহিদমিনারে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও প্রগতিশীল বিভিন্œ সংগঠনের নেতাদের নিয়ে এক সভায় মিলিত হয় । সভায় স্বাধীনতা বিরোধীদের নামে সড়ক নামকরণ প্রতিরোধ মঞ্চ গঠন করা হয়। ওই মঞ্চের ব্যানারে আগামী ২২ জুন সোমবার সকাল ১১টায় শহিদ মিনারে সংবাদ সম্মেলন এবং সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা মোহাম্মদ হোসেন মাসু, করিম উল্লাহ কলিম, রিদুয়ান আলী, ছাত্র নেতা হিল্লোল দাশ, শহীদুল্লাহ শহীদ, মনির মোবারক, কালাম আজাদ, এইচএম নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা ইসমাইল সাজ্জাদ, সাখাওয়াত হোসেন মিল্টন, সালাহ উদ্দিন কাদের সাল্লু, পাভেল দাশ, মুরিদুল ইভান, শাহনিয়াজ, আবদুল মজিদ, রাকিবুল হক বাবু, আভাষ শর্মা বিশু, বোরহান উদ্দিন খোকন, রিগ্যান শর্মা, মারুফ আদনান, ফরহাদ আহমদ, এবি রায়হান, মীর মোশাররফ হোসেন, মহিউদ্দিন আজাদ, অসীম কুমার দে, , আবদুল মাজেদ, আবু ইউনুছ, এম ফিরোজ উদ্দিন খোকা, সাইফুল ইসলাম, আবির আশ্চার্য্য, উন্মেষ বড়–য়া জয়, অরূপ বড়–য়া, আবিদ কাসেম, জিহাদ উদ্দিন সুজা প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।