২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার পিতা শিক্ষক বিমল চন্দ্র বড়ুয়ার শ্মশানে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার পিতা অবসরপ্রাপ্ত প্রবীণ প্রধান শিক্ষক বিমল চন্দ্র বড়ুয়ার শ্মশানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল ৬ ডিসেম্বর সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য সাংবাদিক রনজিত কুমার শীলের নেতৃতে স্বাস্থ্য বিভাগে বিভিন্নস্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মরিচ্যা বাজারস্থ প্রয়াত শিক্ষকের শ্মশানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।


উল্লেখ্য যে, গত ৩০ নভেম্বর মঙ্গলবার ভোর ৫টা ৩৯ মিনিটে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। প্রয়াত প্রবীন শিক্ষক একজন স্বনামধন্য পল্লী চিকিৎসক মরিচ্যা বাজারের ‘নয়ন’ ফার্মেসীর স্বত্বাধিকারী ছিলেন। ১৯৫২ সালের ১ ফেব্রুয়ারি তারিখে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন প্রয়াত শিক্ষক বিমল চন্দ্র বড়ুয়া। ১৯৮২ সালে উখিয়ার মরিচ্যা পালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবৈতনিক শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরে উত্তর বড়বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৮৭ সালে গোরাইয়ারদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৭ বছর ঐ স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।