২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

স্বেচ্ছাসেবী সংগঠন “উখিয়া ব্লাড ব্যাংক”র আত্মপ্রকাশ

কনক বড়ুয়া, উখিয়াঃ

মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদানের লক্ষ্য নিয়ে ও অসহায় সাধারণ মানুষের পাশে থাকতে ‘উখিয়া ব্লাড ব্যাংক’ নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

এখন থেকে উখিয়াসহ জেলার মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্ত দেবে সংগঠনটি। ইতোমধ্যে সংগঠনের ৭০ জন সদস্য রয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠনে।

শনিবার (১০ অক্টেবর) বিকেল ৩ টার দিকে উখিয়ার পালং গার্ডেনের বিপরীতে থাই রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত আত্বপ্রকাশ অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন উখিয়া ব্লাড ব্যাংকের সদস্য হাফেজ মোহাম্মদ নাঈম। শুভেচ্ছা বক্তব্য দেন উখিয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এডমিন নুরুল আবছার সাজু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন এবং উপস্থিত রক্তযোদ্ধাদের উদ্দেশ্যে বক্তব্য দেন টেকনাফ মেরিন সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান বাক্কা।

এসময় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য দেন উখিয়া ব্লাড ডোনেসন ইউনিটের এডমিন নুরুল আমিন, সহায় একাত্তর ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আরিফ ওয়াহিদ, হাসি মুখ ফাউন্ডেশনের সভাপতি মাহাবুব কাউছার, কুতুপালং এর স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশার সভাপতি মিজানুর রহমান, উখিয়া ব্লাড ব্যাংকের সদস্য আবুজার গিফারী, উখিয়া ব্লাড ব্যাংকের সদস্য কনক বড়ুয়া, উখিয়া ব্লাড ব্যাংকের সদস্য রফিক, উখিয়া ব্লাড ব্যাংকের সদস্য তানজিম হাসান, উখিয়া ব্লাড ব্যাংকের সদস্য মিজানুর রহমান সাকিব, উখিয়া ব্লাড ব্যাংকের সদস্য রহিম উদ্দিন, থাইংখালী ব্লাড ডোনার্স ইউনিটের এডমিন বোরহান উদ্দিন।

পরে কেক কেটে আত্মপ্রকাশ অনুষ্ঠান সমাপ্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।