চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়ার ফরিয়াদির কুল এলাকায় শাহ্ সাহেব পাড়ার ৪ বসতবাড়ি গত ২৪জুলাই দিবাগত রাতে খালের গর্ভে ধ্বসে পড়েছে। ওই সময় বাড়ির লোকজন ঘুমন্তাবস্থায় ছিল। ভাগ্যক্রমে সকলে প্রাণে রক্ষা পায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন যথাক্রমে আবু তৈয়ব, মো: হাছান, ছরওয়ার কামাল ও আনোয়ারা বেগম। তাঁরা সকলেই দরিদ্র। বসতবাড়ি ধ্বসে পড়ার পর থেকে তাঁরা আর্থিক দূরাবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে স্বজনদের বাড়িতে তাঁরা আশ্রিত। এছাড়া ওই পাড়ার আরো ২০/৩০ পরিবার হুমকির সম্মুখীন। ক্ষতিগ্রস্থরা জানান, অপরিকল্পিত ভাবে খাল থেকে বালি উত্তোলন করার কারণে এ ধরনের সর্বনাশ ঘটেছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো: জহির উদ্দিন এবং ওই এলাকার ইউপি সদস্য মো: শহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের দুঃখ-দূর্দশা স্বচক্ষে দেখেন এবং জরুরী ভিত্তিতে চেয়ারম্যান তাঁদেরকে আর্থিক সহায়তা দেবেন বলে আশ্বাস দেন। এলাকাবাসী জানিয়েছেন, ওই এলাকায় খালের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড যদি জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে অচিরেই পুরো এলাকার ৫০/৬০ পরিবারের বসতবাড়ি খালের গর্ভে ধ্বসে পড়বে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।