২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাফেজখানা ও এতিমখানার ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়া এলাকায় একটি হাফেজখানা ও এতিমখানার নিজস্ব অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই এলাকার দানশীল ব্যক্তি মরহুম হাজি এজাহার মিয়া নিজস্ব জমি দান করে এই হাফেজখানা ও এতিমখানাটি প্রতিষ্ঠা হয়েছিল। আর ওই প্রতিষ্ঠানটি পরিচালনার নামে তাঁর পুত্র রফিকুল আলম মিয়া এসব অর্থ আত্মসাত করেছে বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অভিযোগ।
হাজিপাড়া এলাকায় মোহাম্মদিয়া হাফেজখানা ও এতিমখানাটি প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠানটিকে ২৪ কানি জমি দান করেন মরহুম হাজি এজাহার মিয়া। ওই জমির কিছু অংশ সম্প্রতি রেললাইনের জন্য অধিগ্রহণ হয়েছে। যার অনুকুলে ৮৮ লাখ টাকা উত্তোলন করেন রফিকুল আলম মিয়া। যে টাকা প্রতিষ্ঠানটির নামে ওয়ান ব্যাংকের একটি একাউন্ট থেকে উত্তোলন করেন রফিকুল। কিছু এই টাকার কোনভাবেই প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য ব্যয় করা হয়নি। বর্তমানে প্রতিষ্ঠানটি অত্যন্ত জরাজীর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে। অভিযোগ উঠেছে পুরো টাকাই আত্মসাত করেছেন রফিকুল। এব্যাপারে প্রতিষ্ঠান পরিচালনায় জড়িতরা একাধিকবার বৈঠক করলেও তিনি বৈঠকে উপস্থিত হন না।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অভিযোগ প্রতিষ্ঠানের জমির বার্ষিক লাগিয়েত বাবদ অর্থ, বাগান থেকে সুপারী সহ অন্য বিক্রির টাকাও তিনি আত্মসাত করে আসছেন। ফলে প্রতিষ্ঠানের শিক্ষাক ও শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করছেন।
এবিষয়ে অভিযুক্ত রফিকুল আলম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যে সব অভিযোগ বলা হচ্ছে তা সত্য নয়। হাফেজখানা ও এতিমখানা নিয়ম মতে পরিচালিত হচ্ছে। একটি মহল মিথ্যা অভিযোগ গুলো বলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।