ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে ভীষণ বিপদে থাকা বাংলাদেশের পক্ষে ম্যাচ বাঁচানো প্রায় অসম্ভব। তবে হাল ছেড়ে না দিয়ে লড়াই চালিয়ে যেতে চান সাকিব আল হাসান। খুলনা টেস্টে অসাধারণভাবে ঘুরে দাঁড়ানো থেকেই এই লড়াইয়ের অনুপ্রেরণা পাচ্ছেন টেস্টের বিশ্ব সেরা অলরাউন্ডার\
৫৫০ রানের লক্ষ্য সামনে রেখে দ্বিতীয় ও শেষ টেস্টে শুক্রবারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬৩ রান। ম্যাচ বাঁচাতে পুরো দুটি দিন কাটাতে হবে স্বাগতিকদের। অথবা আরও ৪৮৭ রান করে রিশ্বরেকর্ড গড়ে ম্যাচটি জিততে হবে।
কাজটা ভীষণ কঠিন হবে জানিয়ে সাকিব বলেন, “অনেক রান, সঙ্গে অনেক সময়। দুই দিকেই কঠিন। উইকেটটাও খুলনার মতো না। (মিরপুরের উইকেটে) অনেক পরিবর্তন আসছে, বল উঠছে-নামছে।”
টেস্টে সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা।
খুলনায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ২৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ম্যাচ বাঁচায় বাংলাদেশ। তামিম ইকবালের দ্বিশতক ও ইমরুল কায়েসের শতকে ৬ উইকেটে ৫৫৫ রান করে স্বাগতিকরা।
সাকিব মনে করেন, সেই ইনিংস থেকেই আত্মবিশ্বাস নিতে পারেন তারা।
“আমরা আমাদের শেষ ম্যাচ থেকে অনুপ্রাণিত হতে পারি। ওইরকম যদি কিছু হয়, কে জানে…। বিশেষ করে প্রথম তিন-চার ব্যাটম্যানের মধ্যে একটা দেড়শ’ বা দুইশ’ রানের জুটি হয়; তাহলে আমার মনে হয়, আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া সম্ভব হবে।”
সাকিব জানান, ঢাকা টেস্টে তাদের হার এখন স্বাভাবিক সম্ভাবনা। এর আগে এতো রান তাড়া করে কেউ জিততে পারেনি। পুরো দিন ব্যাট করতে না পারলে জেতার কোনো সম্ভাবনাও দেখেন না তিনি। তবে কোনো লড়াই ছাড়া হার মেনে নিতেও নারাজ প্রথম ইনিংসে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান।
“যে যার সেরাটাই দেওয়ার চেষ্টা করবে। একজন একশ’, কেউ দুইশ’ যদি করতে পারে, এটা তার নিজের এবং দলের জন্যও অনেক ভালো হবে। দ্বিতীয় ইনিংসে আমরা পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করেছি। খুব ভালোভাবে সময়টা পার করেছি।”
সাকিব মনে করেন, শুক্রবার তিন-চার উইকেট হারালে ম্যাচ তৃতীয় দিনই শেষ হয়ে যেত। চতুর্থ দিন বাকি আনুষ্ঠানিকতাটুকু সেরে নিত পাকিস্তান। কিন্তু মাত্র এক উইকেট হারানোয় এখনও আশা ছাড়েননি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
“তামিম থিতু হয়ে গেছে, মুমিনুল (হক) ভালো শুরু করেছে। কালকের প্রথম ঘণ্টাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি বিনা উইকেটে আমরা সেই সময়টা কাটিয়ে দিতে পারি, তাহলে ভালো কিছুর আশা আমরা করতেই পারি।”
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।