দোহাই লাগে তোমার,ভুলে যাও কাটা ক্ষতের কথা।
আমাকে কাটলে রক্ত পড়ে না।
কিছুটা জল আসে চোখে,ও ধর্তব্যে নয়,
তাতে আহামরি কিছু যায় আসে না।
পৃথিবীজোড়া জলের প্রাচূর্যে এ খুব সামান্য।
এই দেখো,তোমার সামনেই হাতের তালুতে
ছুরি চালিয়ে দিলাম।
দেখেছো,একফোঁটা ঝরেনি।
এখানে ক্ষত হয়েছে,কিন্তু দেখো,
কেমন মূহুর্তে ভরাট হয়ে গেছে কাটা স্থান,
আমার স্বাভাবিক জীবনযাত্রায় এটা কোন ব্যাপার না।
যাদের এতোকাল জেনে এসেছো রক্তাক্ত ইতিহাসের বলী,
আমি তাদের থেকে আলাদা।
তাকিয়ে দেখো, শরিরের দৃশ্যমান অংশে
আমার কোন সনাক্তকরণ চিহ্ন নেই।
দোহাই লাগে তোমার, ভুলে যাও।
শৈশবে পড়ে আসা ঋতু বৈচিত্র,গোলাপবাগ মাঠ,
হুমায়ুন সাহেবের বাড়ি রেলগেট, ব্রাহ্মণচিরন,টিকাটুলি।
সময় বদলে বদলে এখন আমি বিলম্বিত গানের সুর,
এখন শুধুই শীত গ্রীষ্ম আর বর্ষা।
নেই,বসন্ত বলে আর কোন ঋতু নেই ।
এখন সারা বছর জুড়ে তেজপাতা রঙ জীবন,
এর নাম হতে পারে বিষাদ।
লেখকঃ
হাসান কামরুল,
প্রকৌশলী, উন্নয়নকর্মী, অভিনেতা ও আবৃত্তিকার।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।