নিজস্ব প্রতিবেদক:
প্রথমবারের মতো হাসিঘর ফাউন্ডেশন শীত উৎসব পালন করেছে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার কক্সবাজার সমুদ্র সৈকতের সোনার পাড়া বীচ পয়েন্টে এ উৎসব পালন করে হাসিঘর ফাউন্ডেশন উখিয়া উপজেলা শাখার সদস্যরা।
দুপুর ২টা থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হয় রাত ৯:৩০ টায়। এতে হাসিঘর ফাউন্ডেশন এর উখিয়া উপজেলা শাখার সদস্যদের অংশগ্রহণে গান,কবিতা আবৃত্তি, র্যাফেল ড্র সহ বিভিন্ন ধরনের মজার খেলায় মেতে উঠে সংগঠনের সদস্যরা।উক্ত শীতোৎসবে শাইফুল ইসলাম শিহাবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাসিঘর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন শীতের এই সুন্দর বিকেলে সমুদ্র সৈকতের ধারে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন তাতে আমি সত্যিই অভিভূত। আপনাদের এই অংশগ্রহণ আগামীতে এমন আরও আয়োজনে আমাদেরকে উৎসাহিত করছে। আমাদের একপাশে সমুদ্র অপর পাশে ঝাউ বাগান,মেরিন ড্রাইভ সড়ক ও পাহাড়।আমাদের সদস্যরা সবসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী,সামাজিক ও মানবিক কাজে নিজেদের নিয়োজিত রাখি। আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে এবং সামনে দেশের জন্য কল্যাণজনক আরো বিভিন্ন কাজে নিজেদের নিয়োজিত করতে হবে।এজন্য আমাদের প্রয়োজন নিজেদের মধ্যকার বন্ধন আরো মজবুত করা। এই বন্ধন দৃঢ় করতে পারলেই সকল সদস্য সামষ্টিকভাবে ভালো কাজ উপহার দেওয়া সম্ভব হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সময় ডটকম এর নিউজ রুম এডিটর হামিম ফরহাদ সায়েম সংগঠনের উখিয়া শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সদস্য পি এম মোবারক,তাওহিদুর রহমান ফরহাদ।সংগঠনের ইন্সটিটিউশনাল অ্যাফেয়ার্স উইং কো-অর্ডিনেটর সৃজন কর। উখিয়া শাখার সিনিয়র সদস্য মেহেদী হাসান,ইয়াসির আরফাত,শাহরিয়ার তানবীর রিফাত,নোমান মোহাম্মদ তারেক,সায়েদ উর রহমান সাকিব,আবুল কাশেম শাকিব,রাইহান আশরাফ মাজেদ,সামির,আমিন,তাওসিফ সহ অন্যান্যরা।
“হাসিঘর ফাউন্ডেশন” হলো শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন। যেখানে নেতৃত্ব স্থান থেকে শুরু করে সকল সদস্য স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বর্তমান শিক্ষার্থী। অসহায়ের মুখে হাসি ফুটাবো,স্লোগানকে বুকে ধারণ করে সমাজের অসহায়,সুবিধাবঞ্চিত,গরীব ও ভবঘুরে মানুষের জন্য কাজ করার স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠালাভের পর থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে হাসিঘর ফাউন্ডেশন।এই সংগঠন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ দ্বারা পরিচালিত হয়ে, বর্তমানে একটি উপজেলা শাখা(উখিয়া)সহ সংগঠনের ইন্সটিটিউশনাল অ্যাফেয়ার্স উইং এর অধীনে বিভিন্ন স্কুল ও কলেজে শাখা রয়েছে। যাতে করে শিক্ষার্থীরা সামাজিক,মানবিক ও স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।