২৮ নভেম্বর, ২০২৪ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী, সাধারণ সম্পাদক এডভোকেট রিদওয়ানুল কবির জুবাইর এবং সাংগঠনিক সা¤পাদক অধ্যক্ষ এইচএম জামালুদ্দীন তাওহীদকে সংবর্ধিত করা হয়েছে।
হুফফাজের চকরিয়া উপজেলা শাখা বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে চকরিয়া ডায়মন্ড রিসোর্ট এন্ড কনভেনশন হলে এ সংবর্ধনার আয়োজন করে। প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ আব্দুল কুদ্দস এর সভাপতিত্বে সংবর্ধনায় উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বক্তৃতা করেন। শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ ইরফান। সভায় আগামী ২১ ডিসেম্বর চকরিয়া উপজেলায় ১ম হিফজুল কুরআন প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের কস্তুরাঘাট সংলগ্ন ফয়সাল টাউয়ারস্থ দারুল আরক্বম ইন্টারন্যাশনাল তাহিফজুল কুরআন মাদরাসায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী সভাপতি, এডভোকেট রিদওয়ানুল কবির জুবাইর সাধারণ স¤পাদক এবং অধ্যক্ষ এইচএম জামালুদ্দীন তাওহীদ সাংগঠনিক সা¤পাদক পদে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুবিনুল হক, সহ-সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোছাইন, হাফেজ মাওলানা একরাম, হাফেজ মাওলানা সিরাজুল মোস্তফা, হাফেজ মাওলানা আবছার কামাল, হাফেজ মাওলানা জাফর আলম, হাফেজ মাওলানা নুরুল্লাহ জিহাদী, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিসবাহ্ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দিন তাওহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আলী হায়দার, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আমিনুর রশীদ, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা রাশেদুল হাসান, শিক্ষাসম্পাদক হাফেজ মাওলানা ক্বারী আলমগীর হোছাইন, সহ-শিক্ষাসম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দিন, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক, সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা জিয়াউর রহমান, সদস্য হাফেজ মাওলানা জমির উদ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদ শাহাদত হোছাইন ও হাফেজ মুদ্দাচ্ছির।
উল্লেখ্য, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন ১৯৯৬ সাল থেকে পবিত্র কুরআনের হাফেজদের কল্যাণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন মানবসেবামূলক কর্মকান্ডে সংগঠনটি দেশের অন্যতম সংগঠনে পরিণত হয়েছে। আগামীতে পবিত্র কুরআনের প্রতিযোগিতা, শিক্ষক প্রশিক্ষণসহ নানা পরিকল্পনা হাতে নিয়েছে। সংগঠনকে এগিয়ে নিতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী এবং সাধারণ সম্পাদক এডভোকেট হাফেজ মাওলানা রিদওয়ানুল কবির জুবাইর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।