২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

হোয়াইক্যং অালী-অাছিয়া হাইস্কুল সড়কের সংস্কার কাজ

teknaf-pic-4-11-2016-2
বহু প্রতীক্ষিত ও আলোচিত টেকনাফের হোয়াইক্যং আলহাজ¦ আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়ের সড়ক সংস্কার কাজ অবশেষে শুরু হয়ে তা অব্যাহত রয়েছে। হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী এ কাজের আনুষ্টানিকভাবে শুভ সুচনা করেন। সাবেক মেম্বার কবির আহমদ চৌধুরী, আলহাজ¦ আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ¦ মোস্তফা কামাল চৌধুরী মুসা, আওয়ামীলীগ নেতা ও হোয়াইক্যং বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলমগীর চৌধুরী, প্রয়াত মোস্তাক আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান জুনায়েদ আলী চৌধুরী, সাংবাদিক আলহাজ¦ মুহাম্মদ তাহের নঈম, স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু, হোয়াইক্যং বাজারের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। শত জল্পনা কল্পনা শেষে শান্তিপূর্ন ও সৌহার্দপূর্ন পরিবেশে স্কুলের রাস্তার কাজ এগিয়ে চলায় মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া প্রার্থনা করা হয়।

উল্লেখ্য ২৯ আগষ্ট স্কুলের ছাত্র-ছাত্রীদের চলাচলের রাস্তা নিয়ে মানববন্ধন এবং অনাকাংকিত ঘটনার পর দু’পক্ষের মধ্যে সৃষ্ট ঘটনার বিরোধ মিটাতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুরর হমান বদি হোয়াইক্যং সরেজমিন পরিদর্শনে আসেন। পরে আব্দুর রহমান বদি এমপির হস্তক্ষেপে দু’পক্ষের মধ্যে সমঝোতা হয়। এসময় সাংসদ আব্দুর রহমান বদি জনগুরুত্বপুর্ণ বিবেচনায় রাস্তার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ^াস দেন। অবশেষে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারের জন্য উদ্যোগ নিয়ে রাস্তার সংস্কার কাজ শুরু করা হয়। হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাও নুর আহমদ আনোয়ারী জানান এমপি মহোদয়ের দিক নির্দেশনা মেনে যথাযথভাবে সড়ক সংস্কার কাজ চলছে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শতাব্দী প্রাচীণ রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যক্ষ মোস্তফা কামাল চৌধুরী মুসা বলেন স্কুলের স্বার্থে রাস্তাটির সংস্কার খুবই প্রয়োজন ছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।