কক্সবাজারের টেকনাফ উপজেলা ক্রাইম জোন খ্যাত জনপদ হোয়াইক্যং ইউনিয়ন বিভিন্ন সচেতমহলে ছাত্রদের নিয়ে ইয়াবা ও সন্ত্রাস মুক্ত করার লক্ষে মঙ্গলবার বিকাল ৪ টায় এক জরুরী সভা হয়। অালোচনা সভায় সকলে বলেন ইয়াবা ও সান্ত্রাস এর কারনে এলাকার পরিস্থিতি দিন দিন অরাজকতা সৃষ্টি হচ্ছে, অাগে অামাদের প্রত্যেক এলাকায় অামাদের শিক্ষিত সমাজকে মাদক ও সান্ত্রাস প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইয়াবা থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড জম্ম হচ্ছে। ইয়াবা ও সান্ত্রাস বিরোধী কমিটি গঠন করে ইয়াবা প্রতিরোধে অামরা প্রত্যেক শিক্ষিত ছাত্রদের স্বজাগ থাকতে হবে। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। ইয়াবা ও মাদক এবং জঙ্গীবাদ প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে আরো কঠোর হতে হবে অাহবান । আমাদের অালোচনা সভায় বৃহত্তর হোয়াইক্যং ইউনিয়ন ইয়াবা ও সান্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়। অালোচনা সভায় সকলের মতামত ভিত্তিতে মেধাবী ছাত্রনেকা রুহুল আমিন আহ্বায়ক, এমরানুল হক রুবেল যুগ্ন আহ্বায়ক, জসিম উদ্দিন মুন্না যুগ্ন আহ্বায়ক, আজিজুল হক যুগ্ন আহ্বায়ক করে ১০ সদস্য বিশিষ্ট সদস্য কমিটি গঠন করা হয়।
সদস্য যথাক্রমে দেলোয়ার সিকদার, তুষার সিকদার,হাজি মো: কফিল,শাহ মালেক, মো: নুর, মো: ফরহাদ প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।