টেকনাফের হ্নীলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে একটি ফার্মেসী পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ৩/৪লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়।
১৬ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২টারদিকে উপজেলার হ্নীলা টাওয়ার সংলগ্ন রহমান-মোস্তফা মার্কেটের জন সরকারের মালিকাধীন ফার্মেসীতে একটি সিম্পুনি মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট লাগে। ফার্মেসীর মালিক জরুরী রোগী দেখতে যাওয়া তা খেয়াল না করেই দোকান তালাবদ্ধ করে চলে যায়। সে ফিরে আসতে আসতেই পুরো দোকান আগুনে পুড়ে ছাঁই হয়ে পাশ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়লে হৈ ছৈ শুরু হয়। লোকজন কারেন্টের লাইন বন্ধ করে আগুন নেভাতে ঝাপিয়ে পড়ে। এরপর টেকনাফ হতে ফায়ার ব্রিগেড এসে আগুন নেভায়। মালামাল বের করতে গিয়েই পাশ্ববর্তী দোকান সমুহের কিঞ্চিৎ ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। ###
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।