টেকনাফের হ্নীলায় এক যুবককে পূর্ব শত্র“তাবশত প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভূক্তভোগী যুবক প্রতিকার চেয়ে এই ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সুত্রে জানা যায়-গত ৩ নভেম্বর রাত ৮টারদিকে উপজেলার হ্নীলা দক্ষিণ নাইক্ষ্যংখালীর নাজির আহমদের পুত্র মোঃ শফিক উল্লাহ (২৪) মৌলভীবাজার যাওয়ার পথে ফরিদ আহমদ মেম্বারের রাইচ মিলের সামনে এলে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই এলাকার সিরাজুল্লাহর মেয়ে শাহিনা বেগম (৩২),আমেনা বেগম (৩৮) ও পুত্র আব্দুল্লাহসহ একটি গং হঠাৎ গালি-গালাজ করে মারধর করতে তেড়ে আসে। উপস্থিত লোকজন বাঁধা দেওয়ায় কোন প্রকারে রক্ষা পাই। পরবর্তীতে প্রাণে মারার হুমকি-ধমকি দেয়।এতে উক্ত যুবক নিরুপায় হয়ে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এএসআই আলিম উল্লাহ ৬নভেম্বর বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। ####
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।