২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হ্নীলায় ব্যাপক কর্মসূচীর মাধ্যমে মহান মে দিবস পালিত


কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমবায় সমিতি টেকনাফের হ্নীলা শাখার উদ্যোগে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে মহান মে দিবস পালিত হয়েছে।
গত ১মে সকাল সাড়ে ৯টায় মহান মে দিবস উপলক্ষ্যে হ্নীলা বাসষ্টেশনের নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির কার্যালয়ে কক্সবাজারের অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির সহায়তায় রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় মহান মে দিবসের “শ্রমিক-মালিক মিলে গড়ব দেশ;এগিয়ে যাবে বাংলাদেশ”শ্লোগানে সংগঠনের সভাপতি কবির আহমদ ও সাধারণ সম্পাদক জকির আহমদের নেতৃত্বে এক বিরাট মিছিল হ্নীলা বাসষ্টেশন প্রদক্ষিণ শেষে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা সংগঠনের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাঈল মিস্ত্রীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমবায় সমিতির সাবেক সভাপতি আবু তাহের।

বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ইউপির সাবেক মেম্বার আলী আহমদ,বাজার কমিটির সদস্য মুফিজুর রহমান,ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দেলোয়ার,হ্নীলা সরকারী প্রাইমারী পরিচালনা কমিটির সভাপতি রাশেদ মাহমুদ আলী,মাহবুব ব্রাদার্সের স্বত্তাধিকারী মাহবুর রহমান,নাফিজ এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী শাকের আহমদ। বক্তব্য রাখেন হ্নীলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমবায় সমিতির সিনিয়র সহসভাপতি নুর মোহাম্মদ,আব্দু শুক্কুর,সাধারণ সম্পাদক জকির আহমদ,সিনিয়র সহসাধারণ সম্পাদক মাহবুর রহমান,সহসাধারণ সম্পাদক আবুল হাশেম,প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন,ক্রীড়া ও ধর্মীয় সম্পাদক জাফর আলম,সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাক আহমদ,দপ্তর সম্পাদক আব্দুস সালাম,নির্বাহী সদস্য মাহবুর রহমান,জাহেদ হোছাইন,আব্দুল জাব্বার প্রমুখ। এছাড়া আরামিট সিমেন্ট কোম্পানীর প্রতিনিধি মোঃ ইউনুছ,ডায়মন্ডের মোঃ সোহেল,কুতুব উদ্দিন,জিপিএইচের মোঃ এমরান হোসাইনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।