২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

প্রহসনের রায় বাতিল ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে

হ্নীলায় যুবদল ও জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ পালিত

বার্তা পরিবেশক: বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে প্রহসনের রায় বাতিল ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে হ্নীলায় যুবদল ও জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ পালিত হয়েছে।
১২ ফেব্রুয়ারী সকাল পৌনে ১১টায় টেকনাফের হ্নীলা বাসষ্টেশন চত্বরে প্রহসনের রায় বাতিল ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসুচী হিসেবে হ্নীলা উত্তর শাখা যুবদল এবং জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এক মানব বন্ধন পালিত হয়। উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন হ্নীলা উত্তর শাখা যুবদলের সভাপতি রফিকুল আলম অপি, যুবদলের সাবেক যুগ্নআহবায়ক মোঃ হারুন, টেকনাফ উপজেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি মুরাদ হোসেন চৌধুরী। এতে বক্তারা বলেন, অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে প্রদত্ত প্রহসনের রায় বাতিল করে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উ”চারণ করা হয়।
এছাড়া উপ¯ি’ত ছিলেন হ্নীলা উত্তর শাখা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ শাখা যুবদলের সাবেক সভাপতি হোছাইন মোহাম্মদ আনিম, উত্তর শাখা যুবদলের সাবেক আহবায়ক আশ্রাফ আলী মিয়া, সাবেক যুগ্ন-আহবায়ক আবু তালেব, জেলা ছাত্রদল সদস্য এনায়েত করিম শাম্মী, উপজেলা জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি আব্দুর খালেক রানা, মোঃ রফিক, মোঃ ফায়সাল, যুবদল নেতা মামুনুর রশিদ বাঁধন, রহিম, জামাল, সরওয়ার, রফিক, ফরিদ, মোঃ আলম জিয়া, ফরিদ, আলী আহমদ, আব্দুল খালেক, রহিম, মোঃ ফায়সেল, ইউনুছ, বশর, জামাল হোছন, রাজ্জাক, ধইল্যা, জাহেদ হোছন, ইমরান, হেলাল উদ্দিন মামুন, জালাল, ফরিদ, আলা উদ্দিন, জাহেদ, দেলোয়ার, আব্দুর রহমান প্রমুখ উপ¯ি’ত ছিলেন। এরপর এক বিক্ষোভ মিছিল সহকারে অস্থায়ী দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।