হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হ্নীলায় যুবলীগ নেতা ও সংবাদকর্মী জাফর আলম গুরা মাদকাসক্ত দূবৃর্ত্তের ক্ষুরাঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,গত ২৩ সেপ্টেম্বর রাত পৌনে ১১টারদিকে উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ গেইট সংলগ্ন রাস্তা দিয়ে সুলিশ পাড়ার মৃত মোহাম্মদ হানিফের পুত্র,হ্নীলা ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক ও সংবাদ-কর্মী জাফর আলম গুরা হেঁটে আসার সময় ফুলের ডেইলের মৃত দিলদার আহমদের (প্রকাশ দিলু) পুত্র মাদকাসক্ত আবুল কালাম প্রকাশ(কেজি) ক্ষুরাঘাত করে পালিয়ে যায়। জাফর আলম গুরার শোর-চিৎকারে লোকজন উপস্থিত হয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদরে রেফার করে। এখন যুবলীগ নেতা ও জাফর আলম গুরা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ন্যাক্কার জনক ঘটনা কারো ইন্দনে হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবী উঠেছে। স্থানীয় লোকজনের মধ্যে এই ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।