১৮ মার্চ, ২০২৫ | ৪ চৈত্র, ১৪৩১ | ১৭ রমজান, ১৪৪৬


শিরোনাম
  ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল

হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির শোডাউনের মাধ্যমে যাত্রা শুরু

teknaf-pic-c-13-11-16
বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার নবঘোষিত কমিটির সাইফুল-ফাহিম পরিষদ ইতিহাসে স্মরণীয় শোডাউনের মাধ্যমে যাত্রা শুরু করেছে।
জানা যায়-১৩ নভেম্বর বিকাল ৩টায় হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবের খান বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতা-কর্মীদের নিয়ে নবনির্বাচিত হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল করিম,সাধারণ সম্পাদক নুরুল আমিন ফাহিমকে নাইট্যং পাহাড় হতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর প্রায় শতাধিক নোহা-মাইক্রো,মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে হ্নীলা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শোডাউন শেষে হ্নীলা দরগাহ ষ্টেশনে নবনির্বাচিত সভাপতি সাইফুল করিমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল আমিন ফাহিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রহিম উল্লাহ,মর্তুজা হাসান মুরাদ,জমির উদ্দিন,সাদ্দাম করিম,নাসির উদ্দিন,মুজিবুল হক,মোহাম্মদ হোসাইন,রাশেদ মালেক,মোঃ আবছার প্রমুখ। সভায় বক্তারা হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ সংঘবদ্ধ ও সুসংহত রাখতে সবাইকে ভেদাভেদ ভূলে ছাত্রলীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। ####

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।