২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হ্নীলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা : রংগে ইলাহীর জয়


হ্নীলা আন্ত:উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশ ট্রাইবেকারে চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা জয় করেছে।
৭ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির যৌথ সহায়তায় এবং হ্নীলা ইউনিয়ন ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উক্ত টূর্ণামেন্টের ৩য় আসরের ফাইনাল খেলা হ্নীলা হাইস্কুল মাঠে রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশ ও চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় আক্রমণ ও পাল্টা আক্রমন অব্যাহত থাকলেও খেলার প্রথমার্ধ্বে একাধিক সুযোগ পেয়েও কোন দলই গোলের দেখা পায়নি। তাই রেফারী লম্বা বাঁশি বাজিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলেও কোন দলই প্রানপণ চেষ্টা চালিয়ে গোলের দেখা পায়নি। এরই মধ্যে দুই দলের খেলোয়াড়দের উৎশৃংখল আচরণের দায়ের প্রধান রেফারী লাল কার্ড প্রদর্শন করে উভয় দলের একজন করে খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠান। এরপর উভয় দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে দর্শক গ্যালারী সরব করে তুলে গোলের দেখা পায়নি। এরই মধ্যে রেফারী শেষ বাঁশি বাজালে খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশ ৪-২গোলের ব্যবধানে চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা ঘরে তুলেন। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের ১২নং জার্সিধারী ছোটন,ম্যান অব দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হন ৯নং জার্সিধারী জাহাঙ্গীর,সেরা গোল রক্ষক নির্বাচিত হল রবি আলম। উক্ত টূর্ণামেন্টের পুরস্কার বিতরণ উপলক্ষ্যে একসভা পরিচালনা কমিটির আহবায়ক কায়সার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্ন-আহবায়ক মোস্তাক আহমদ সাকির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর,যুগ্ন-সম্পাদক মাহবুব মোরশেদ,টূর্ণামেন্ট পরিচালনা কমিটির যুগ্ন-আহবায়ক শামসুল আলম বাবুল মেম্বার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার,প্রচারও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সোলতান মাহমুদ,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না।

এছাড়া উপস্থিত ছিলেন হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোফাজ্জল হক, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মমতাজুল ইসলাম কালাম,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আলী আকবর,সহ-সভাপতি মাহমুদ হোসেন সোহেল,জেলা ছাত্রলীগ সদস্য মোঃ শাহীন,উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক জহির আহমদ,আব্দুল বাসেদ,প্রচার সম্পাদক ইব্রাহীম বাবলু,হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল করিম প্রমুখ। সভায় অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার এবং ট্রফি বিতরণ করেন। খেলায় প্রধান রেফারী ছিলেন জি,এম চৌধুরী নয়ন,সহকারী রেফারী ছিলেন মোঃ সিরাজুল হক,শিমুল দে ও ৪র্থ রেফারী ছিলেন জেলা রেফারী এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান। ধারা ভাষ্যকার ছিলেন নাছির উদ্দিন ও কামরুল ইসলাম রাজু। এর ফলে হ্নীলা বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টূর্ণামেন্টের ৩য় আসর শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।