হ্নীলা আন্ত:উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সেমিফাইনালের শেষ খেলায় লেদা স্পোটিং ক্লাব ফুটবল একাদশের পরাজয়ে হ্যাট্টিক শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে গেল।
৪এপ্রিল বিকাল সাড়ে ৪টায় উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির যৌথ সহায়তায় এবং হ্নীলা ইউনিয়ন ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উক্ত টূর্ণামেন্টের ৩য় আসরের সেমিফাইনালের শেষ খেলা হ্নীলা হাইস্কুল মাঠে লেদা স্পোটিং ক্লাব ফুটবল একাদশের ও রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ খেলায় আক্রমণ ও পাল্টা আক্রমন অব্যাহত থাকলেও খেলার প্রথমার্ধ্বে একাধিক সুযোগ পেয়েও কোন দলই গোলের দেখা পায়নি। তাই রেফারী লম্বা বাঁশি বাজিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরুর ২মিনিটে জামাল মেম্বার ফুটবল একাদশের ১০নং জার্সিধারী অতিথি খেলোয়াড় মোঃ মোস্তফা। এরপর উভয় দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে দর্শক গ্যালারী সরব করে তুললেও আর কোন গোলের দেখা পায়নি। রেফারী খেলার শেষ বাঁশি বাজালে এতে হ্নীলা রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশ ১-০ গোলে জয়ী হয়ে টূর্ণামেন্টের ফাইনাল খেলা নিশ্চিত করেন। এতে অত্র টূর্ণামেন্টের গত ২বারের চ্যাম্পিয়ন লেদা স্পোটিং ক্লাব হ্যাট্রিক শিরোপা জয় থেকে ছিটকে পড়ে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলদাতা মোস্তফা। তাকে পুরস্কার তুলে দেন ফাস্ট সিকিউরিটি ব্যাংক হ্নীলা শাখার ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন,টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কায়সার উদ্দিন আহমদ,যুগ্ন-আহবায়ক মাহবুব মোরশেদ,শামসুল আলম বাবুল মেম্বার,সদস্য সচিব মোস্তাক আহমদ সাকি,হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোফাজ্জল হক। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়ামোদী রহমত আলী,আব্দুস সালাম,আব্দু শুক্কুর মেম্বার,গুরা মিয়া,আবুল শামা,বনি আমিন,বাহাদুর শাহ তপু,মোঃ দেলোয়ার প্রমুখ। খেলায় প্রধান রেফারী ছিলেন জি,এম চৌধুরী নয়ন,সহকারী রেফারী ছিলেন মোঃ শফিউল আলম,আনিসুর রহমান ও ৪র্থ রেফারী ছিলেন জেলা রেফারী এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান। ধারা ভাষ্যকার ছিলেন নাছির উদ্দিন ও কামরুল ইসলাম রাজু। পরবর্তীতে ঘোষিত নির্ধারিত সময়ে হ্নীলা চৌধুরীপাড়া রাখাইন ফুটবল একাদশ ও রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশের মধ্যে স্বপ্নের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।