২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

হ-য-ব-র-ল স্বেচ্ছাসেবক লীগ

হ-য-ব-র-ল অবস্থা আওয়াSeshsa Sebok Leagueমী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের। সংগঠনটির বর্তমান কমিটির ৩ বছরের মেয়াদ শেষ হচ্ছে ১১ জুলাই, শনিবার। অথচ এই ৩ বছরে বর্তমান কমিটি সারাদেশে মাত্র ৯টি ইউনিটের কমিটি গঠন করতে পেরেছে।

তবে সংগঠনের দফতর সূত্র জানিয়েছে, স্বেচ্ছাসেবক লীগ সারাদেশের ইউনিটগুলোর কমিটি গঠন করতে না পারলেও বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে কমিটি গঠন করেছে। দেশের কমিটি বাদ দিয়ে বিদেশে কমিটি গঠন নিয়েও সংগঠনের নেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। নেতারা বলছেন, দেশে কমিটির খবর নেই। বিদেশে কিসের লোভে এতো কমিটি করা হয়?

স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল জানান, ঈদের পর তাদের ২৫-৩০টি কমিটি গঠনের প্রস্তুতি রয়েছে। তবে এই ৩ বছরে তারা ঢাকা বিভাগে ২টি ঢাকা জেলা ও ময়মনসিংহ; রংপুরে বিভাগে ১টি দিনাজপুর জেলা; সিলেট বিভাগে ৩টি সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার; রাজশাহী বিভাগে ১টি নওগাঁ; চট্টগ্রাম বিভাগে ১টি কক্সবাজার জেলা ও খুলনা বিভাগে ঝিনাইদহ জেলার সম্মেলন করতে পেরেছেন।

সংগঠন সূত্রমতে, কেন্দ্রীয় কমিটি কয়েকদিনের মধ্যে ৪ বছরে পা রাখবে কিন্তু সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন সম্পন্ন করতে পারেনি স্বেচ্ছাসেবক লীগ। সর্বশেষ ঢাকা মহানগর সম্মেলন হয়েছিল ২০০৭ সালে।

জানা গেছে, সংগঠন পুনর্গঠনের পর প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবক লীগ সারাদেশে যে কমিটিগুলো করে গিয়েছিলেন সেই কমিটিগুলো এখনো রয়েছে। অনেক জেলায় আহ্বায়ক ও ২ জন যুগ্ম-আহ্বায়ক ছাড়া আর কোনো সদস্যই নেই এই সংগঠনে। বেশিরভাগ জেলাই চলছে ৮-৯ বছরের মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি দিয়ে।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস বলেন, ‘নানাবিধ রাজনৈতিক কর্মসূচি ও বিভিন্ন কারণে আমরা সম্মেলন করতে পারিনি। কেন্দ্র ও নেত্রীর নির্দেশনা পেলে আমরা সম্মেলনের তারিখ ঘোষণা দিব।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংগঠনিক সম্পাদক বলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা দেশের বাইরে কমিটি গঠনে যতটা আগ্রহী, দেশে ততটা নয়। এর পেছনে সংগঠন নয়, অন্য কিছু কাজ করছে কি না, তা খতিয়ে দেখা উচিত।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার বলেন, ‘সারাদেশে অনেক কমিটিই গঠন করেছি। তবে সংখ্যা এখন মনে নেই। দফতরে যোগাযোগ করেন।’

জানা গেছে, সংগঠনের এমন বিপর্যস্ত অবস্থা জেনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ জুলাইয়ের কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত নাও থাকতে পারেন। এ নিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার বলেন, ‘কয়েকদিনের মধ্যে আমাদের কমিটির মেয়াদ শেষ হচ্ছে। ২৭ জুলাই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। আমি বুধবার রাতে আপার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সঙ্গে দেখা করেছি। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলনের ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম। তিনি বলেছেন পরে কথা বলবেন। ’

প্রসঙ্গত ২০১২ সালে ১১ জুলাই স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।