২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

১৫ এএসপিকে বদলি

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদের ১৫ কর্মকর্তাকে বদলি  করা হয়েছে।

সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ হয়।  সোমবার প্রজ্ঞাপন জারি করা হলে বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়- চট্টগ্রামের অতিরিক্ত উপপুলিশ কমিশনার দীপক জ্যোতি খীসাকে একই পদে একই জেলার এপিবিএনে, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার, বি-সার্কেল শেখ মো. আব্দুল্লাহ বিন কালামকে অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা (টিআর), র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা (টিআর), সিআইডি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মুহাম্মদ শফি ইকবালকে অতিরিক্ত পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার মাদারীপুরে, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদ আবু সরোয়ারকে অতিরিক্ত পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়ায় বদলি করা হয়েছে।

এ ছাড়া বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার চতুর্থ এপিবিএন মোছা. শিরিন আক্তার জাহানকে একই পদে রাজশাহীতে, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিলকে অতিরিক্ত পুলিশ সুপার ১২ এপিবিএন ঢাকায়, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার ফাল্গুনী পুরকায়স্থকে একই পদে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সিলেটে, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল মো. আল মাহমুদ হাসানকে অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল কুড়িগ্রামে, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তৃতীয় এপিবিএন মো. মইনুল হককে অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল গাইবান্ধায়, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল্লাহ-আল-মাসুমকে একই পদে চট্টগ্রামের হাটহাজারীতে, রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইবনে মিজানকে একই পদে সদর সার্কেল পাবনায়, বর্তমানে মিশন থেকে প্রত্যাগত পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার (টিআর) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজকে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় (টিআর), ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জ এবং ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমানকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার সিলেটে বদলি করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।