২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৬০ রানে অলরাউট টাইগাররা

প্রকৃতির কাছে মানুষ বড়ই অসহায়। অসহায় ক্রিকেটও। বৃষ্টির মধ্যে ফুটবল খেলা হলেও, ক্রিকেট হয় না। ক্রিকেট ইতিহাসে কতশত Cricketম্যাচ যে বৃষ্টির পেটে গেছে তার কোনো ইয়ত্তা নেই। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটিও বৃষ্টি গিলে খেতে বসেছিল। কিন্তু শেষ পর্যন্ত গিলতে পারেনি। বৃষ্টির বাগড়া শেষে অবশেষে মাঠে গড়িয়েছে প্রথম ওয়ানডে ম্যাচটি।  বিকেল ৫টা ৪০ মিনিটে শুরু হয়েছে ম্যাচ।

টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৩৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করেছে।  জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৪০ ওভারে ১৬১ রান। ফিরে গেছেন তামিম ইকবাল (০), লিটন দাস (০), মাহমুদউল্লাহ রিয়াদ (০), সৌম্য সরকার (২৭), ‍মুশফিকুর রহিম  (২৪) ও সাব্বির রহমান। ব্যাট করতে নেমে তৃতীয় ওভারের চতুর্থ বলে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে যান তামিম (০)। পঞ্চম বলে লিটন দাস ক্যাচ তুলে দেন বেহারদিয়েনের হাতে।  আর ষষ্ঠ বলে মাহমুদউল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন রাবাদা।

 

অস্টম ওভারের দ্বিতীয় বলে ডুমিনির হাতে ক্যাচ দিয়ে সৌম্য সরকার (২৭)।  এই উইকেটটিও শিকার করেন কাগিসো রাবাদা।  ক্রিস মরিসের করা ২৩তম ওভারের শেষ বলে বোল্ড হয়ে যান সাব্বির (৫)।  ইমরান তাহিরের করা ২৬তম ওভারের প্রথম বলে এলবিডব্লিউর শিকার হন সাকিব আল হাসান (৪৮)। ২৯তম ওভারের পঞ্চম বলে রাবাদার পঞ্চম শিকারে পরিণত হন মাশরাফি বিন মর্তুজা (৪)। ৩১ তম ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে যান জুবায়ের হোসেন। এটা ছিল রাবাদার ষষ্ঠ উইকেট। সবশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন নাসির হোসেন (৩১)। তাকে বোল্ড করেন ক্রিস মরিস।

 

বাংলাদেশ দলে আজ নেই আরাফাত সানী, রুবেল হোসেন ও এনামুল হক বিজয়।  সানীর পরিবর্তে নেওয়া হয়েছে জুবায়ের হোসেন লিখনকে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলে নেই ফাঙ্গিসো, পার্নেল, মরকেল ও ম্যাকলারেন। তবে ওভার কমে এসেছে। ৫০ ওভারের পরিবর্তে উভয় দল ৪০ ওভার করে খেলার সুযোগ পাবে। যেখানে পাওয়ার প্লে থাকবে ৮ ওভার। ফরম্যাট ৮+২৪+৮। যেখানে প্রথম ৮ ওভারে দুইজন ফিল্ডার বৃত্তের বাইরে। ২৪ ওভারে ৪ জন ফিল্ডার ও শেষ ৮ ওভারে ৫ জন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবে।

বাংলাদেশের স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা, জুবায়ের হোসেন, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : আমলা, ডি কক, ডু প্লেসিস, রুশো, ডুমিনি, মিলার, বেহারদিয়েন, মরিস, অ্যাবোট, রাবাদা ও তাহির।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।