বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২০ দলীয় জোটের গুমকৃত নেতা-কর্মীদের সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত দান, কারান্তরীণ নেতা-কর্মীদের মুক্তি এবং গণগ্রেফতারসহ মামলা হামলা বন্ধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল চলছে। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে কেবলমাত্র ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এ হরতাল কর্মসূচির আওতামুক্ত থাকবে।
গত মঙ্গলবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু সাক্ষরিত ২০ দলীয় জোটের পক্ষে গণমাধ্যমে পাঠনো এক বিবৃতিতে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।