কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পুনর্মিলনী আয়োজনটি বিদ্যালয়ের ১৪২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো। কক্সবাজারের ইতিহাসের সাথে মিশে থাকা এই বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান, বরেণ্য শিক্ষাবিদ ড. আবদুল্লাহ আবু সায়ীদ। এদিকে আয়োজন কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। রাঙানো হয়েছে পুরো বিদ্যালয়। ১৮ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধনের মধ্য দিয়ে ওই মিলনমেলায় অংশগ্রহণ করছে বলে জানিয়েছে পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব সাঈদ বিন জেবর।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।