১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

২৫ বছর পূর্তিতে পাঠক-শুভানুধ্যায়ীদের মিলনমেলা সত্যকে নির্ভিকভাবে তুলে ধরে দৈনিক কক্সবাজার

২৫ বছর পূর্তিতে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে হয়েছে দৈনিক কক্সবাজার পরিবার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক কক্সকবাজার কার্যালয়ের সামনে ২৫ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঠক, ভক্ত ও শুভানুধ্যায়ীদের ঢল নামে। একে একে শুভেচ্ছা জানাতে আসেন, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংঠনের নেতৃবন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসা অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রক্তচক্ষুকে এড়িয়ে যেটা সত্য সেটাকেই নির্ভিকভাবে তুলে ধরে আসছে দৈনিক কক্সবাজার। নিরপেক্ষতার প্রশ্নে এই পত্রিকার ভূমিকা অতুলনীয়। পত্রিকাটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সকল শ্রেণী-পেশার মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। এটি এমন একটি পত্রিকা যা পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ভারসাম্য রাখতে মানুষকে প্রশিক্ষিত করার কাজ করছে দৈনিক কক্সবাজার। জেলার আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নে এটি অতীতে যেমন ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও অনন্তকাল ধরে ভূমিকা রাখবে। পাঠকদের হৃদয়ে বেঁচে থাকবে চিরদিন।
অনুষ্ঠানে পত্রিকার ই-পেপার ও অনলাইন ভার্সন আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করা হয়। জানানো হয়, এখন থেকে পাঠকরা এই ই-পেপারের মাধ্যমে প্রিন্ট দৈনিক কক্সবাজার পত্রিকার অবিকল কপি অনলাইনে দেখার সুযোগ পাবেন।
দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সকালে ঘুম থেকে উঠেই আমরা দৈনিক কক্সবাজার পত্রিকার খোঁজ করি। কক্সবাজারের উন্নয়নের জন্য আমরা মনে করি এটি বস্তুনিষ্ঠ, সুন্দর ও পরিমার্জিত একটি পত্রিকা। পত্রিকাটি শিক্ষিত, উচু-নিচু সকল শ্রেণীর মানুষের মনে ঠাঁই করে নিয়েছে। এটি অতীতে যেভাবে মানুষের অধিকারের কথা বলে এসেছে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।’
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চট্টগ্রামে ছেলের বাসা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে উপস্থিত শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাসের প্রতিষ্ঠাতা, দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম। তিনি অসুস্থতার কারণে নিজের অনুপস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং সমবেত সকলকে আন্তারিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আমার অনুপস্থিতিতে আমার সন্তানরাই পত্রিকাকে এগিয়ে নেবে। আমি সুস্থ হয়ে আবারও আপনাদের কাছে ফিরে আসবো।’
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক সমকালের কক্সবাজার অফিস প্রধান ও দৈনিক কক্সবাজারের নির্বাহী সম্পাদক আবু তাহের। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ, সাবেক সাংসদ, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আবুল কাশেম, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন, জেলা যুবলীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক রূপসীগ্রাম পত্রিকার সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, কৃষকলীগের কেন্দ্রিয় নেতা ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রায়হান কাজেমী, জ্যেষ্ঠ সাংবাদিক বদিউল আলম, আমিনুল হক আমিন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সরওয়ার হাসান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু সিদ্দিক ওসমানি।
দুই ভাগে অনুষ্ঠানের সঞ্চালনা করেন যথাক্রমে দৈনিক কক্সবাজারের বার্তা সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
আলোচনা পর্ব শেষে ২৫ বছর পূর্তি অনুুষ্ঠানের কেক কাটেন অথিতিরা। পরে একে একে সকলে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানাতে আসেন, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর নেতৃত্বে বিএনপি, সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রিয় নেতা লুৎফুর রহমান কাজল, কউক সদস্য ইঞ্জিনিয়ার বদিউল আলম, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আশরাফ জাহান কাজল, কক্সবাজার থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট তাপস রক্ষিত, কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চোধুরী দোলন, জ্যেষ্ঠ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, দৈনিক রুপালী সৈকতের সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, দৈনিক কালের কন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার তোফায়েল আহমদ, ইংরেজী দৈনিক ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মুহাম্মদ আলী জিন্নাত, দৈনিক প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা, দৈনিক সমুদ্র কন্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল হক মুকুল, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে জেলা খেলাঘর, জেলা উদীচীর সাধারণ সম্পাদক কল্যান পাল, অ্যাডভোকেট সাকি-এ-কাউসার, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাছির উদ্দিন, সোহেল ইকবাল, জ্যেষ্ঠ সাংবাদিক মমতাজ উদ্দীন বাহারী, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ এর পক্ষে সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, রামুর খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ, জেলা ক্রীড়া সংস্থার পক্ষে অনুপ বড়–য়া অপুসহ নেতৃবৃন্দ, শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রের পরিচালক জেসমিন আকতার, কক্সবাজার নিউজ ডট কম সম্পাদক আকতার চৌধুরী, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মনজুমন নাহার ও মিজানুর রহমান, সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে কক্সবাজার সংবাদপত্র কর্মকর্তা পরিষদ, ডিবিসি নিউজ টিভি ও বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের জেলা প্রতিনিধি শংকর বড়–য়া রুমি, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ও এসএ টিভির কক্সবাজার প্রতিনিধি আহসান সুমন, এনটিভির কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর পক্ষে সভাপতি জিএম আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক হাসানুর রশিদ, দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেন, দৈনিক সাগর দেশ এর সম্পাদক মোস্তফা সরওয়ার, দৈনিক হিমছড়ির চিফ রিপোর্টার ছৈয়দ আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক রাজবিহারী চৌধুরী, ট্যুর এসোসিয়েশন অব কক্সবাজার (টোয়াক) সভাপতি রেজাউল করিম, কক্সবাজার গণজাগরণ মঞ্চের সংগঠক সৌরভ দেব ও অন্তিক চক্রবর্তী, ছাত্র ইউনিয়নের পক্ষে শয়ন কান্তি বিশ্বাস, কক্সবাজার বন পরিবেশ সংরক্ষন পরিষদের সভাপতি মোহাম্মদ মাসুদ উর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক চঞ্চল দাশ গুপ্ত, সাংবাদিক শাহদাত হোছাইন ও এইচএম নজরুল ইসলামের নেতৃত্বে রিপোটার্স ইউনিটি কক্সবাজার, কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি আবু মোরশেদ চৌধুরী, সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, পরিচালক দীপংকর বড়–য়া, ইমদাদুল হক, শিবলুল করিম, রবীন্দ্র বিজয় বড়–য়া, আবেদ আহসান সাগর, মোহাম্মদ উর রহমান মাসুদ, কক্সবাজার টাইমস ডট কমের সাইফুল ইসলাম সাইকি, জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক, জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার শাহজাহান চৌধুরী শাহীন, জাতীয় দৈনিক আলোকিত সময়ের স্টাফ রিপোর্টার সৈয়দ মোহাম্মদ শাকিল, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের পক্ষে আব্দুল আলীম নোবেল, সভাপতি রাশেদুল হক রাসেলের নেতৃত্বে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার রোমন, সহ-সভাপতি ফারুক আজম, সাইফুর রহমান নয়ন, ওসমান সরওয়ার রানা, সাংগঠনিক সম্পাদক মো: শাহীনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ খান, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা আরিফ, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এম রাশেদুল করিম রাশেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সিকদার, ছাত্রদল নেতা এনামুল হক এনাম, নেজাম উদ্দীন, সাইফ রিয়াজ, মাহবুব,আলমগীর সোহেল, আমান, পুলক, ফজল, আব্দুল্লাহ, আসমত, সজীবসহ অনেকে, কক্সবাজার ফ্রেন্ডস্ এসোসিয়শনের পক্ষে মো: আসাদুস হক (সানি) প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।