কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনস্থ সৈকত পাড়া থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও বিয়ারসহ আব্দুল হামিদ (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। হামিদ সদরের খুরুস্কুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সওদাগর পাড়ার আমির হোসেনের ছেলে। অভিযানে নেতৃত্বদানকারী সদর মডেল থানার এএসআই হেলাল উদ্দিন জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১ বোতল ফেন্সিডিল ও ১৯টি বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। সদর মডেল থানার অপারেশন অফিসার কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, আটক হামিদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পেছনে আর কে কে জড়িত আছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।