দূর্যোগ আবহাওয়ার কারণে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকেরা ফিরে এসেছে।জানা যায়-৭ নভেম্বর দুপুরে সেন্টমার্টিনগামী জাহাজঘাট হতে বে-ক্রুজ সেন্টমার্টিনে গিয়ে আটকেপড়া পর্যটকদের সন্ধ্যায় ফিরিয়ে আনেন। সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান-তার জানামতে ৮৬জন আটকেপড়া পর্যটক ফিরে এসেছে। গত ৪নভেম্বর সেন্টমার্টিন ভ্রমণে যাওয়ার পর থেকে আবহাওয়ার সতর্ক সংকেত জারী হলে জাহাজ চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। আটকেপড়া পর্যটকদের মধ্যে শিক্ষা সফরকারী,ব্যবসায়ী ও পেশাজীবি কর্মকর্তা-কর্মচারীরা ছিল।নির্দিষ্ট জায়গায় ৪দিন থাকায় অনেকে বিরক্তিবোধ করেন বলে জানান। তবে সুস্থ ও স্বাভাবিকভাবে ফিরে আসতে পেরে পর্যটকেরা আনন্দিত।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।