২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

৬০ শতাংশ ছাড়িয়ে যাবে ভোট : ইসি কর্মকর্তাদের আশা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের অর্ধেক বেলায় ৩০ শতাংশ ভোট বাক্সে পড়ার তথ‌্য দিয়ে ইসি কর্মকর্তারা বলেছেন, দিন শেষে ভোটের হার ৬০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে তারা আশা করছেন। পৌনে পাঁচ লাখ ভোটারের এ সিটির ১৭৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে।

চার ঘণ্টার ভোট শেষে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এ পর্যন্ত যে খবর পাচ্ছি, তাতে টার্ন আউট খুব ভালো। সিটি নির্বাচনে মেয়রদের পাশাপাশি কাউন্সিলররা সক্রিয় থাকায় দিন শেষে নারায়ণগঞ্জে ৬০ শতাংশের বেশি ভোট পড়বে বলে ধারণা করছি। ২০১১ সালের নির্বাচনে এ সিটিতে প্রায় ৬৯.৯২ শতাংশ ভোট পড়েছিল জানিয়ে তিনি বলেন, এবারও উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। পরিবেশে আমরা খুবই সন্তুষ্ট। পরিস্থিতি সর্বক্ষণ মনিটর করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, দুপুর পর্যন্ত কোথাও কোনো গোলযোগ ঘটেনি। সব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটের খবর এসেছে।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও। প্রধান দুই দলের এজেন্টরা উপস্থিতি রয়েছেন কেন্দ্রে কেন্দ্রে; ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। নির্বাচনী কর্মকর্তারা জানান, সকালে ভোটারদের লাইনে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে ভিড় বেড়েছে। ৪টায় ভোটগ্রহণের সময় শেষ হলেও তার আগে যারা কেন্দ্রে ঢুকবেন, তাদের সবার ভোটই নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী ও বিএনপির সাখাওয়াত হোসেন খান ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ফল যাই হোক, তারা মেনে নেবেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।