২০ নভেম্বর, ২০২৪ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়   ●  কক্সবাজার সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটিতে কবির, আফসেল ও রাশেলকে প্রতিনিধি মনোনয়ন।

পৌরসভা ও খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

৭ই মার্চ চকরিয়া পৌরশহরে জনতার ঢল নামবে-এমপি জাফর

বার্তা পরিবেশক:

ঐতিহাসিক ৭ই মার্চকে ঐতিহাসিকভাবেই উদযাপন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি অব্যাহত রেখেছে কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগ। দিবসটিকে স্মরণীয় করে রাখতে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা থানা রাস্তার মাথায় ব্যাপক জনসমাগমের প্রস্তুতির অংশ হিসেবে রবিবার (৫ মার্চ) বর্ধিত সভা করা হয়েছে উপজেলার খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে।
খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহাদুর হকের সঞ্চালনায় স্থানীয় বিদ্যালয়ে অনুষ্ঠিত এই বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএম।
খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, ‘ঐতিহাসিক ৭ই মার্চকে ঐতিহাসিকভাবে পালন করা হবে চকরিয়া পৌরশহরে। এজন্য দলের প্রত্যেক নেতাকর্মীকে পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে ওইদিনের জনসভায় আনার জন্য কাজ করতে হবে।

এদিকে রবিবার রাতে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে পৌরশহরের থানা রাস্তার মাথার এরিস্টো ডাইনের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয় বর্ধিত সভা। এতে সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএম। এই সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন এমপি জাফর আলম।

পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগ নেতা সাবেক পৌর প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, রতন দাশ, সিকান্দার বাদশা নাগু সওদাগর, জমির উদ্দিন মেম্বার, নাজিম উদ্দিন, মুজিবুল হক, ফরিদ উদ্দিন আহমদ, মুজিবুর রহমান লিটন, রেজাউল করিম, ডা. আসাদ, আরিফ মঈনুদ্দীন রাসেলসহ পৌরসভা আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।