৯০ এর দশক ছাত্র আন্দোলন পরিষদ কক্সবাজারের এক গুরুত্বপূর্ণ সভা শুক্রবার সকালে কক্সবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় স্বৈরাচার এরশাদ বিরোধী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে চকরিয়ায় পুলিশের গুলিতে জীবন উৎসর্গকারী শহীদ দৌলতের শাহাদাত বার্ষিকীতে ৫ ডিসেম্বর সকালে চকরিয়ার কোনাখালী তার সমাধিতে পুস্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া, ৬ ডিসেম্বর ঐতিহাসিক গণতন্ত্র মুক্তি দিবসে আলোচনাসভা ও পুনর্মিলনীর কর্মসূচি গ্রহণ করা হয়।
রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মুহাম্মদ আলী জিন্নাত, ফরিদুল আলম, রনজিত দাশ, অলক ভট্টচার্য্য, মোহাম্মদ হোসাইন মাসু, তাপস রক্ষিত, আনিসুল হক চৌধুরী, অনিল দত্ত, ইউনুস বাঙালী, সত্যপ্রিয় চৌধুরী দোলন, দেবব্রত সেন দেবু, বদরুল হাসান মিল্কী প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।