২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পেকুয়ায় মোস্তাক আহমদ চৌধুরীর দিনব্যাপী গণসংযোগ


কক্সবাজার জেলা পরিষদ নির্বচনে আওয়ামীলীগের সমর্থিত আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী গতকাল ২১ ডিসেম্বর পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন। তিনি এদিন শিলখালী, বারবাকিয়া, টৈটং ও রাজাখালী ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সুধিজনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় স্ব স্ব ইউনিয়ন পরিষদে সভাপতিত্ব করেন শিলখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হোছাইন, বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা বদিউল আলম, টেটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী ও রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ নুর। এসব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বচনে আওয়ামীলীগ সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সদস্য বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, জেলা আওয়ামীলীগের সদস্য, পেকুয়া উপজেলা জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি এসএম গিয়াস উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ’৯০ দশকের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক ছাত্র গনআন্দোলনের আপোষহীন সাবেক ছাত্র নেতা সরওয়ার আলম, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তরুন জননেতা আবুল কাশেম, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি, উপজেলা জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সিনিয়র সহসভাপতি, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক মাষ্টার জসিম উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফরিদুল আলম, পেকুয়া সদরের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন বিএসসি, শিলখালী আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, পেকুয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল আবছার, রামু উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, পেকুয়া মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মর্জিনা বেগম, হাছিনা বেগম, মেম্বার আবু তাহের, মেম্বার মন্জুর আলম, ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল হাসান, সদর উপজেলার ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আবছার, সাবেক চেয়ারম্যান অছিউর রহমান, মনজুর আলম, বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ ও তৌহিদুল ইসলামসহ প্রমুখ। এসব মতবিনিময় সভায় জেলা পরিষদ নির্বচনে আওয়ামীলীগের সমর্থিত আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন; আমার মাধ্যমে কোন দলের নেতাকর্মী, ব্যক্তি অসম্মানিত হবেন না। আমার দরজা যে সবার জন্য সব সময় খোলা আছে, ভবিষ্যতেও খোলা থাকবে। আমি সমভাবে এলাকার উন্নয়ন করবো। আমি নির্বাচিত হলে আপনাদের আশ্বস্থ করতে পারি আগামী কয়েক বছরের মধ্যে উন্নয়নের মাধ্যমে কক্সবাজারের দৃশ্যপট পাল্টে দিতে পারবো। কক্সবাজার জেলা শুধু দেশেই নয়, বিদেশেও একটি আকর্ষণীয় পর্যটন নগরী হিসাবে পরিচিতি লাভ করবে। বক্তারা বলেছেন; এবারের নির্বাচনে আপনারা যদি শেখ হাসিনার দেয়া প্রার্থীকে সম্মান করেন তাহলে শেখ হাসিনাও এই জেলার প্রতি আরও দরদ দিয়ে কাজ করতে আগ্রহী হবেন। সামগ্রিক ভাবে এলাকার উন্নয়ন আরো তরান্বিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।