২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা ৫ লাখ ৭ হাজার: আইওএম

কক্সবাজার সময় ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংস ঘটনার পর এই পর্যন্ত ৫ লাখ ৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়ের জন্য পালিয়ে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। যা এখনও টেকনাফের শাহপরীরদ্বীপসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ অব্যাহত আছে। এই অবস্থা চলতে থাকলে আগামীতে সাড়ে ৫ লাখ রোহিঙ্গা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (১ অক্টোবর) বিকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ‘আইওএম’র মুখপাত্র লোম ক্রিসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ আগস্ট রাখাইনে সহিংস ঘটনার পর থেকে ৩০ আগস্ট পর্যন্ত ৫ লাখ ৭ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছে। একইভাবে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ এখনও অব্যাহত রয়েছে। এভাবে চলতে থাকলে আগামীতে সাড়ে ৫ লাখ রোহিঙ্গা ছাড়িয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে।
ক্রিস বলেন, ‘সরকারের নিয়ম অনুযায়ী আশ্রয়ের জন্য পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের জন্য উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে আবাসন, স্যানিটেশন, ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতিদিন এসব মানুষের বিশুদ্ধ পানির ব্যবস্থা থেকে শুরু করে ‘আইওএম’ সার্বক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।